আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট পড়া- ৫০ টাকা বাঁচানো আর রহস্য পত্রিকা

খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি

আমার দুই বন্ধু রানা আর রুবু অংক আর ইংরেজি প্রাইভেট পড়ত দুই আলাউদ্দিন স্যার আর দারুজ্জামান স্যারের কাছে- আমিও একদিন যোগ দিলাম- সকাল ৭ টায় দারুজ্জামান স্যার আর- ৮:৩০ এ আলাউদ্দিন স্যার পড়ান তারপর স্কুল ১০:৪৫এ- একসাথে ১৫/২০ জন পড়তাম- একটা স্কুল স্কুল ভাব ছিল- বেশ মজা লাগত- আমি একজনকে জিজ্ঞেস করলাম সে কত টাকা দেয়- বলল ২০০ টাকা- বাসায় বললাম ২ স্যারের কাছে পড়তে ৪০০ লাগবে- কিন্তু টাকা দিতে গিয়ে জানলাম আলাউদ্দিন স্যার ১৫০ টাকা নেন- স্যার ২০০ টাকা নিয়ে ৫০ টাকা ফেরত দিলেন- টাকাটা পকেটে রেখে স্কুলের দিকে রওনা দিলাম- সাইকেল স্কুলে রেখে স্টেশনে ষ্ট্যান্ডার্ড পাবলিশার্স নামের বুক স্টলে বই দেখতে গেলাম- আর সেবার দুইটা বই কিনে ফেললাম- বাসায় আর বলা হল না ৫০ টাকা বেঁচে গেছে- পরের মাসে বাসা থেকে ৪০০ টাকা দিলে আর বলতে পারলাম না ৩৫০ টাকা লাগবে- আমার গল্পের বইএর সংখ্যা বাড়তে লাগল- ১৯৯৫ সনের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ হবে- ষ্ট্যান্ডার্ড পাবলিশার্সে দেখলাম রহস্য পত্রিকা এসেছে- রহস্য পত্রিকা আমি কখনই কিনতাম না- ৯৩-৯৩ এর দিকে কিশোর পত্রিকা পড়তাম- কিন্তু নীল প্রচ্ছদের রহস্য পত্রিকার ওই সংখ্যাটা দেখে আমি সাথে সাথে কানে ফেললাম- মুশফিকুল আলমের "মজার হবি ইলেক্ট্রনিক্স" কলামটার প্রথম পর্ব ছাপানো হয় ওইটাতে- বইয়ের টাকায় ভাগ বসাতে লাগল ট্রানজিষ্টর, রেজিষ্টর, ক্যাপাসিটর- সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম ইলেকট্রনিক্স পড়তে হবে- পরে অবশ্য আর হয়নি-

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.