আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে প্রাইভেট কার...!!!

To love what you do or to do what you love is the question to be answered! সেইদিন ঢাকা শহরের একটি অতি গুরুত্বপূর্ণ আর ব্যস্ত সড়ক ধরে চলছিলাম। অনেক অনেক যান বাহনের ভিড় সেখানে। অনেক জ্যাম ও আছে (ঢাকায় তো তা থাকবেই, আক্ষেপ করার কি ই বা আছে???) অনেক গাড়ির মাঝে অনেক প্রাইভেট কার ও দেখলাম...(মানুষের অনেক টাকা তো তারা তো খরচ করবেই)। তবে, বরাবরের মত দেখলেও ঐদিন যেটা বেশি চোখে পড়ছিল সেটা হল প্রাইভেট কারের গায়ের সাথে লেগে থাকা ট্যাগগুলো। সেগুলোতে থাকে হরেক রকমের লেখা... তার মধ্যে কিছু বেশি লক্ষণীয় লেখা বা ট্যাগ হল “ডাক্তার”, “আইনজীবী”, “প্রকৌশলী”, “সামরিক কর্মকর্তা”, “পুলিশ” ইত্যাদি ইত্যাদি... সেদিন নতুন যেটা আমার চোখে পড়ল, সেটা ছিল, একটা প্রাইভেট কারের সাথে লেখা “মাননীয় সংসদ সদস্যদের আইনগত সেবায় নিয়োজিত আইনজীবী”।

মুলত, এই অদ্ভুত ধরণের ট্যাগলাইন দেখেই এই লেখা আমার লিখতে হচ্ছে... এই পোস্ট দেয়ার মূল লক্ষ্য হল, এই যে ট্যাগ লাগানো হচ্ছে প্রাইভেট কারের সাথে, এতে আসলে কি লাভ আর এই ট্যাগ দিয়ে আমাদের সম্মানিত প্রাইভেট কার মালিকগণ ঠিক কি বোঝাতে চাচ্ছেন??? তবে, আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটা ব্যাখ্যা পেয়েছি, যেটাকে কিছুটা যুক্তি সঙ্গত বলা যেতে পারে। আর সেটা হল, মানুষ পুলিশের চাঁদার বা হয়রানির হাত থেকে বাঁচতে এটা ব্যাবহার করে। এটা খুব ভালো কথা, কিন্তু, “ডাক্তার”, “আইনজীবী”, “প্রকৌশলী” এইগুলো লেখা থাকলেও কি পুলিশ মাফ করে (লাইসেন্স আর রেজিসট্রেশন আসল বা নকল যা-ই হোক না কেন)??? আরও কিছু বিষয় হল, ইদানিং মনে হয় এই ধরণের ট্যাগ সহ প্রাইভেট কার অনেক বেশি চোখে পড়ছে, কিন্তু, এর পেছনে কি কারণ??? সাধারণ মানুষ প্রাইভেট কার কেনে না (যারা ট্যাগ ছাড়াই গাড়ি চালাবে)... নাকি আমার চোখে কম পড়ে নাকি পুলিশের ক্ষমতা বেড়ে গেল??? সেইদিন ঢাকা শহরের একটি অতি গুরুত্বপূর্ণ আর ব্যস্ত সড়ক ধরে চলছিলাম। অনেক অনেক যান বাহনের ভিড় সেখানে। অনেক জ্যাম ও আছে (ঢাকায় তো তা থাকবেই, আক্ষেপ করার কি ই বা আছে???) অনেক গাড়ির মাঝে অনেক প্রাইভেট কার ও দেখলাম...(মানুষের অনেক টাকা তো তারা তো খরচ করবেই)।

তবে, বরাবরের মত দেখলেও ঐদিন যেটা বেশি চোখে পড়ছিল সেটা হল প্রাইভেট কারের গায়ের সাথে লেগে থাকা ট্যাগগুলো। সেগুলোতে থাকে হরেক রকমের লেখা... তার মধ্যে কিছু বেশি লক্ষণীয় লেখা বা ট্যাগ হল “ডাক্তার”, “আইনজীবী”, “প্রকৌশলী”, “সামরিক কর্মকর্তা”, “পুলিশ” ইত্যাদি ইত্যাদি... সেদিন নতুন যেটা আমার চোখে পড়ল, সেটা ছিল, একটা প্রাইভেট কারের সাথে লেখা “মাননীয় সংসদ সদস্যদের আইনগত সেবায় নিয়োজিত আইনজীবী”। মুলত, এই অদ্ভুত ধরণের ট্যাগলাইন দেখেই এই লেখা আমার লিখতে হচ্ছে... এই পোস্ট দেয়ার মূল লক্ষ্য হল, এই যে ট্যাগ লাগানো হচ্ছে প্রাইভেট কারের সাথে, এতে আসলে কি লাভ আর এই ট্যাগ দিয়ে আমাদের সম্মানিত প্রাইভেট কার মালিকগণ ঠিক কি বোঝাতে চাচ্ছেন??? তবে, আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটা ব্যাখ্যা পেয়েছি, যেটাকে কিছুটা যুক্তি সঙ্গত বলা যেতে পারে। আর সেটা হল, মানুষ পুলিশের চাঁদার বা হয়রানির হাত থেকে বাঁচতে এটা ব্যাবহার করে। এটা খুব ভালো কথা, কিন্তু, “ডাক্তার”, “আইনজীবী”, “প্রকৌশলী” এইগুলো লেখা থাকলেও কি পুলিশ মাফ করে (লাইসেন্স আর রেজিসট্রেশন আসল বা নকল যা-ই হোক না কেন)??? আরও কিছু বিষয় হল, ইদানিং মনে হয় এই ধরণের ট্যাগ সহ প্রাইভেট কার অনেক বেশি চোখে পড়ছে, কিন্তু, এর পেছনে কি কারণ??? সাধারণ মানুষ প্রাইভেট কার কেনে না (যারা ট্যাগ ছাড়াই গাড়ি চালাবে)... নাকি আমার চোখে কম পড়ে নাকি পুলিশের ক্ষমতা বেড়ে গেল???  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.