আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট ইউনিভার্সিটি........!!!!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর STANDARD কবে ঠিক করা হবে? হাতে গোনা কয়েকটি বাদে বাকিগুলি নূন্যতম যোগ্যতাও নেই, তাই বলে আমি সবাই কে এক কাতারে ফেলছি না। কয়েকটি বেশ ভালোই করছে। তবে, এমনও কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির কথা জানি যেগুলিতে ভর্তির সময়ই বলা হ্য় 3.5 গ্রেডিং এমনি পাবে বাকিটা উন্নতি নিজের উপড়। আর সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে ধনী বাবা-মার কিন্টার গার্টেন। বাবা-মার টাকা থাকলেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়া যায়, যেন ধনী বাবা-মার সন্তানদের সার্টিফিকেট তৈরির কারখানা। আর এসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর STUDENT দের ATTITUDE দেখে মনে হ্য় শুধু এরাই পড়াশুনা করে আর কেউ করে না..... আমরা যারা অনেক COMPETITION করে মধ্যবিত্য বাবা-মা র মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকায় PUBLIC UNIVERSITY গুলোয় পড়াশুনা করে আসছি, আমাদের কি কোনই মূল্য নাই........ নাকি অপরাধ যে আমাদের নাই মামার জোর, নাই কোটিপতি বাবা-মা??? ঢাকার পাবলিক বাসে সোনার চামুচ মুখে নিয়ে জন্ম নেয়া ঐসব PRIVATE UNIVERSITY র STUDENT দের আচার-আচরন আর নতুন করে বলার দরকার নাই? সরকারে কাছে PRIVATE and PUBLIC UNIVERSITY র সমান STANDARD এবং GRADING এর আওতায় আনার জোরালো আহবান জানাচ্ছ...........।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.