আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসিতে ইংরেজির প্রশ্নকাঠামোয় পরিবর্তন

আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ইংরেজি প্রশ্নকাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ও শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
সচিব জানান, আগে ইংরেজি প্রশ্নে তিনটি প্যাসেজ থেকে উত্তর দিতে হতো, এখন সেখানে দুটি প্যাসেজ থেকে উত্তর দিতে হবে।

এর মধ্যে একটি প্যাসেজ থাকবে বইয়ের ভেতর থেকে এবং একটি বইয়ের বাইরে থেকে। এ ছাড়া চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে এ বিষয়ে পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা, এখন হবে আড়াই ঘণ্টা।
শিক্ষাসচিব আরও জানান, জেএসসিতে গণিতের নম্বর বিভাজন আগের মতোই থাকবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের এসএসসি পরীক্ষা থেকে উচ্চতর গণিতে ২৫ নম্বর ব্যবহারিক বিষয় চালু হবে। আর তত্ত্বীয় অংশে থাকবে ৭৫ নম্বর।  সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও বিষয়ভিত্তিক কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।