আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসিতে ইংরেজি প্রশ্নপত্রে পরিবর্তন

তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী!

পরীক্ষার আড়াই মাস আগে জেএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে ২০১৩ সালের জেএসসি পরীক্ষার গণিত বিষয়ে মান পুর্নবণ্টনের বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সুপারিশ থাকলেও তার কোনো পরিবর্তন হয়নি। আগামী ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা অনুস্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)’র সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “জেএসসি ইংরেজি প্রশ্নপত্রে তিনটি প্যাসেজ (আনসিন) এর পরিবর্তে দুটি প্যাসেজ (একটি সিন ও আরেকটি আনসিন) থাকবে। ” জেএসসি গণিত বিষয়ে মান পুর্নবণ্টনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষা সচিব বলেন, পাটিগণিত ২৪ নম্বর, বীজগণিত ৩০ নম্বর, জ্যামিতি ৩৬ নম্বর এবং পরিসংখ্যানে ১০ নম্বরের প্রশ্নপত্রই থাকছে। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বীজগণিত ও জ্যামিতিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞদের মতামতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান সচিব; যদিও অভিভাবক ও শিক্ষকরা মান পুর্নবণ্টনের সুপারিশ জানিয়ে আসছিল। চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা পরীক্ষার সময় দুই ঘণ্টা থেকে বাড়িয়ে আড়াই ঘণ্টা করার বিষয়ে সচিব বলেন, এতে বেশি সময় পাওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা ভাল হবে। জেএসসিতে চারু ও কারুকলা এবং শারীরিক শিক্ষা এ দুটি বিষয় ২০১৩ সালে অন্তর্ভুক্ত হয়েছে।

আগামী ২০১৫ সাল থেকে এসএসসিতে এবং ২০১৭ সাল থেকে এইচএসসিতে উচ্চতর গণিতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষা সচিব। উচ্চতর গণিত বিষয়ে তাত্বিক অংশে ৭৫ এবং ব্যবহারিকে ২৫ নম্বর রেখে পরীক্ষার পরিকল্পনা নেয়া হয়েছে। মন্ত্রীর অনুমোদনের পরই এ বিষয়টি চূড়ান্ত করা হবে, বলেন সচিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।