আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসিতে উত্তীর্ণ ৭১ শতাংশ, জেডিসিতে ৮১

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়।

রেজাল্ট দেখতে ব্রাউজ করুন Click This Link ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণের হার ৮১ দশমিক ০৩ শতাংশ। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে দুই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। গত ৪ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলে জেএসসি ও জেসিডি পরীক্ষা। এতে অংশ নেয় ১৫ লাখ ৫ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ছাত্রী ৮ লাখ ১১৯ জন।

দেশে এবং বিদেশে মোট ১ হাজার ৮০৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে দেশের বাইরে কেন্দ্র ছিলো ৭টি। অষ্টম শ্রেণীর সবাই এ পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের আলাদা করে বার্ষিক পরীক্ষা দিতে হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।