আমাদের কথা খুঁজে নিন

   

টিভি রিপোর্টার নেবেন টিভি রিপোর্টার..!!



দশটি ছিল, আরও দশটি যোগ হচ্ছে। টিভি চ্যানেলের সংখ্যা বাড়ার এই প্রবণতা আগামীতে আনুপাতিক হারে বাড়ারও সম্ভাবনা দেখতে পান কেউ কেউ। আর এই ডামাডোলে সংবাদকর্মীদের খোঁজে হন্য হয়ে বেড়াচ্ছে নতুন-পুরো সেন্টারের কর্তারা। অনেক অনেক সংবাদকর্মী দরকার। কিন্তু আসবে কোথ্থেকে? একটি মাত্র সরকারি প্রতিষ্ঠানে (নিমকো) যে কটা সাংবাদিক পয়দা হয় তাতে তো আর এই চলে না! তাই গজিয়ে উঠেছে অনেক ট্রেনিং প্রতিষ্ঠান।

অল্প কয়েকটি ক্লাস নিয়েই তারা ঝটপট তৈরি করে ফেলেন টিভি রিপোর্টার। যার ফলাফলও আমরা দেখছি নিম্মমানের টিভি রিপোর্টগুলো দেখে। মাত্র ১৬-১৮ ক্লাস নিয়ে একজন টিভি রিপোর্টার কিভাবে তৈরি করা যায় তা আমার মাথায় এখনও আসে না। তবে তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভাল টাইপের এই প্রতিষ্ঠানগুলো থাকাতে অন্তত সামান্য হলেও ধারণা তৈরি হচ্ছে শিক্ষানবীস রিপোর্টার কিংবা এই লাইনে আসতে ইচ্ছুকদের, এটিই বা কম কিসে? তবে অভিযোগ আছে সেখানে যত্ন করে শেখানো হয় না। আবার ছাত্ররাও অনেক সময় ভাল করে সাংবাদিকতা বোঝার আগেই রিপোর্টার হতে চায়।

তত্ত্ব বোঝার ঠেকা নেই তাদের। আমি একটি ক্লাসের কথা জানি, যেখানে সংবাদ বিষয়ক তাত্ত্বিক কিছু কথাবার্তা চালাচ্ছিলেন লেকচারার। পরে ওই শিক্ষককে জানিয়ে দেয়া হয় যে তিনি ভাল ক্লাস নেননি। ওই শিক্ষকই পরের ক্লাসে টিভি সাংবাদিকতার কৌশল নিয়ে কথা বলায় তার সামনেই একজন ছাত্র বলে বসলেন, ‍"স্যার আপনার গত ক্লাসটা ভাল লাগেনি, আজকের ক্লাসটার মত প্রত্যেকটা ক্লাস হওয়া দরকার। এগুলো শেখানো হলেই আমাদের অনেক উপকার হয়।

পরের ক্লাসটাও আপনি নেন। " খেয়াল করুন মানসিকতাটা। শর্টকার্ট ওয়ে টু বি আ জার্নালিজম!! যারা সাংবাদিকতা করবেন তাদের মানসিকতা যদি এমন হয় তাহলে কোথায় যাবেন? ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার শক্তি এবং ঘাটতির জায়গাগুলো বোঝা দরকার আগে, অথচ একটা পাব্লিক খুঁজে পাবেন না যারা এটা নিয়ে আলোচনা চালাতে ইচ্ছুক। এই দায়টা কার? মাত্র ১৬ ক্লাসে টিভি সাংবাদিক হবার খায়েস যাদের, তাদের জন্য কি করা যায়? হবু সাংবাদিক যারা জবস এ ওয়ান কিংবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাবেন, তাদের জন্য কয়েকটি পরামর্শ দেবার দুঃসাহস করছি। মনে রাখতে ক্লাস সংখ্যা কিন্তু খুবই কম।

সো, যা জানার এরই মধ্যে জেনে নিতে হবে। ১. প্রথমেই জানুন সংবাদ কি? ঘটনা, তথ্য এবং সংবাদের পার্থক্য বোঝার চেষ্টা করুন। সংবাদের অনেকগুলো উপাদান থাকে, সেগুলো জেনে নিন। ২. সাংবাদিক হতে হলে আপনার কোন যোগ্যতা অর্জন করতে হবে তা জেনে নিন। কোন ঘাটতি থাকলে সেগুলো পূরণ করার চেষ্টা করুন।

৩. টিভি সাংবাদিকতা এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতার পার্থক্য বোঝার চেষ্টা করুন। শক্তি এবং ঘাটতিগুলো বুঝে নিন। কোন কোন বিষয় সংবাদে উঠে আসা দরকার তান সুনির্দিষ্ট একটি গাইডলাইন এবং কৌশল আছে। সেগুলো জানুন। ৪. টিভি রিপোর্ট কিভাবে নির্মাণ করতে হবে তা জানার আগেই জেনে নিন, এর উপাদানগুলো কি কি? সংবাদের নানা কাঠামো আছে সেগুলো জানার চেষ্টা করুন।

৫. একটি টিভি স্টেশনে রিপোর্টার হিসেবে আপনার পর্যায়ক্রমিক দায়িত্ব এবং কাজের ধারা সম্পর্কে ধারণা নিন। কারণ অনেক সময়ই দেখা যায়, রিপোর্টার হিসেবে জয়েন করার পর স্টেশনে গিয়ে খাবি খায়...কার সাথে কিভাবে কি করেসপনডেন্স করতে হবে তা সে জানে না। এটি গুরুত্বপূর্ণ। ৬. স্ক্রিপ্ট এবং ভাষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইস্যু।

সাধারণত রিপোর্টাররা ভাষার গাঁথুনি সম্পর্কে তেমন আগ্রহ বোধ করেন না। অথচ সাবলীল ভাষার শক্ত গাঁথুনি আপনার রিপোর্টের মাণ বাড়িয়ে দেয় বহুগুণে। ৭. টিভি রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ছবি এবং ইন্টারভিউ। ছবি তোলা হয়ত ক্যামেরা পার্সনের দায়িত্ব কিন্তু ইন্টারভিউ নেয়া এবং ইন্টারভিউয়িকে কনভিন্স করে আপনার কাঙ্খিত উত্তর আদায় করা সবচেয়ে কঠিন কাজ। এর অনেক কৌশল এবং নিয়মনীতি রয়েছে।

এগুলো বিস্তারিত জানা জরুরী। ৮. ক্যামেরা সম্পর্কে ধারণা থাকলে তা আপনার কাজকে অনেক সহজ করে তুলবে। ৯. সঠিক উচ্চারণ এবং ছন্দোবদ্ধ পঠন আপনার রিপোর্টকে আকর্ষনীয় করে তোলে। এগুলোর প্রতি যত্নশীল হতে হবে, কোন খুঁত থাকলে তা শুধরে নেবার জন্য কাজ করতে হবে আপনাকেই। ১০. ভিডিও এডিটিং হয়ত আপনার দায়িত্ব নয়।

কিন্তু এটি সম্পর্কে ধারণা থাকলে আপনি অনেক উপকার পাবেন। ১১. অনেক টেকনিক্যাল আসপেক্ট এবং টার্ম থাকে টিভি রিপোর্টিং-এ। বিস্তারিত জেনে নিন। মনে রাখবেন, একটি টিভি রিপোর্ট দেড়-দুই মিনিটের একটি টিভি প্রোগ্রাম। এর প্রোডিউসার এবং ডিরেক্টর আপনি।

সূতরাং আপনাকে অনেক বেশি জানতে হবে। মেকিং এবং নিত্য নতুন সৃষ্টিশীলতা দেখানোর অনেক সুযোগ আপনার থাকে। মৌলিক নীতিগুলো মেনে আপনি তা করতে পারেন। ১২. চেষ্টা করুন অন্তত দুটি ব্যবহারিক ক্লাস করতে। এখানে স্ক্রিপ্ট এবং উচ্চারণ বিষয়ে দক্ষতা আনুন, নিজের সীমাবদ্ধতা জানুন, শুদ্ধতা আনুন।

১৩. পড়ুন, পড়ুন এবং পড়ুন। টিভি সংবাদ দেখুন। দু'একজন পছন্দের রিপোর্টারকে ফলো করার চেষ্টা করুন। তার মত না হলেও ভেবে দেখুন একই কাজ আপনি কিভাবে করতেন। উপরের বিষয়গুলো আলোচনা করতেই অন্তত ২৫ টি ক্লাস দরকার।

কোন বিষয় না বুঝলে, কোন বিষয়ে যথার্থ স্বচ্ছ্বতা না আসলে বারবার প্রশ্ন করুন। নিজের কোন অভিমত কিংবা দর্শন থাকলে তা শিক্ষকের সাথে শেয়ার করুন। প্রশ্ন করুন এবং প্রশ্ন করুন। অনেক বিষয়েই আপনার অনেক প্রশ্ন জন্মাবে, সেগুলো জেনে নিন কোন ইতস্ততাবোধ ছাড়াই। কোন শিক্ষকের ক্লাস বিশেষ পছন্দ হলে কর্তৃপক্ষকে বলুন তার ক্লাস বেশি করে দেবার জন্য।

আর সবশেষে বলি, একজন সাংবাদিক হতে হলে আপনাকে সার্বক্ষণিক সংবাদ এবং এর উপাত্ত নিয়ে চিন্তা করতে হবে। নিজস্বতা সৃষ্টি করতে হলে ভাবতে হবে। ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে যেতে হবে। শর্টকাট কোন উপায় নেই। শেখার মনোভাব নিয়ে শিখুন।

টাকা দিয়ে শিখতে এসেছেন, কোন কিছুরই কমতি থাকা চলবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.