আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ান টিভি ( পড়ুন লুলীয় টিভি )

এশিয়ান টিভির পরীক্ষামূলক সম্প্রচার চলছে। এই ফাঁকে তারা অনেক কিছু পরীক্ষা করার সুযোগ পেয়ে যাচ্ছেন। যেমনঃ ভারতীয় গানের ফাঁকে ফ্যাশন শো, তাদের মত পোশাক-আশাক( অবশ্যই স্ব্ল্প), এক মেয়ে মাঝে মাঝেই এসে উৎকট সব অংগ-ভংগী করে নাচতে থাকে। নাচের মুদ্রা খুবই আপত্তিকর। দুঃখজনক হলেও সত্য এ সব ফ্যাশন শোতে নামকরা সব তারকারা অংশগ্রহণ করেছেন।

যে ফ্যাশন ডিজাইনার পোষাক ডিজাইন করেছিলেন, তিনি ভারতীয় কালচার কপি না করলেই পারতেন। নিজের উদ্ভাবিত পোষাক যা আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় এমন পোশাক দেয়াই সমীচিন ছিল। আর যেই কোরিওগ্রাফার মডেলদের দায়িত্বে ছিলেন তিনি কি হিন্দী গান ছাড়া আর কোন গানই খুঁজে পান নি !! আর ফ্যশনের রকমও দেখলাম চেঞ্জ হয়ে গেছে। মডেল রা ক্যাটওয়াক করে সামনে এসে গানের তালে তালে নাচতে থাকে নিজের ইচ্ছেমত !! ছেলে মডেলের পরনের শর্টস এবং পাজামা দেখে বিমলানন্দ পেলাম। কারণ আমিও বাসায় এগুলাই পড়ি আর মেয়েগুলা যেভাবে শরীর দুলিয়ে নাচছিল, আমার মনে হয়না সেটা খুব শালীন ছিল।

এখন বলতে পারেন, খুব অশালীন কিছু ছিল না। এখন যে মডেলদের কথা বলছি, তাদের বাপ-মাদের এটা শালীন হলেও হতে পারে। কিন্তু আর সাধারণ মানুষের কাছে সেটা শালীন নয়। আর মাঝে মাঝে গানের অনুষ্ঠান হয়। যেখানে গান শুনলে মনে হয় শিল্পীরা জোর করে গান করছে।

ন্যন্সিকে গাইতে শুনলাম,"একবার বলি বার বার বলি বলি যে লক্ষবার" এই গানটি সিডি তে যদি শুনে থাকেন আর এই টিভিতে যদি শুনে থাকেন, কানে সমস্যা না থাকলে পার্থক্যটা বুঝতে পারবেন সহজেই। আমাদের শিল্পী,কলাকুশলীদের মান এখনো অতটা মান-সম্মত নয়। আর নয় বলেই হয়তোবা এখনো আমাদের মা-বোনেরা হিন্দী সিরিয়াল নিয়ে পড়ে আছে। কিছু ভাল নাটক হয়ত হয়, কিন্তু হাতে গোনা। আর যাবতীয় অনুষ্ঠানগুলোতে যত্নের ছাপ নেই বললেই চলে।

তাড়াহুড়া করে বানানো। শিল্পী তৈরি হচ্ছে না মানসম্মত। ভাল নির্দেশক আসছে না। ইদানিং চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে। টিভির ক্ষেত্রেও শুরু হওয়াটা খুবই জরুরি।

The Earlier , The Better. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.