আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়া ভ্রমণ গাইড- ০০৬



পর্ব ৫ কে.এল এর ভেতর তো মোটামুটি চষে বেড়ান হল (আর না হলে আরো বেড়িয়ে নিন)। কাছাকাছি ঝরণা আর পাহাড়-গুহা ও দেখা হল, এবার বাকী আছে শুধু সমুদ্র আর বন। আগে কাছাকাছি সমূদ্রতীরের বর্ননা দিই, কাছাকাছি সমূদ্রতীর পাবেন পিডি বা পোর্ট ডিকসন (নেগেরি সিমবিলান নামক অন্য স্টেটে) নামক স্থানে। এখানে পাবেন ৪ মাইল লম্বা বিচ, পুরোটাই সাদা বালুময় তীর। এছাড়আও রয়েছে মিনি চিড়িয়াখানা, রয়েছে অস্ট্রিচ খামার, যেখানে আছে প্রায় ৯০ রকমের অস্ট্রিচ, এছাড়ও দেখার মত রয়েছে লাইঠাউজ আর আর্মি মিউজিয়াম।

এসব দেখতে হলে আপনাকে যেতে হবে পোর্ট ডিকসন নামক স্থানে। আর আপনি যেতে পারবেন বাস অথবা ট্রেনে করে। বাসে করে যেতে হলে আপনাকে কে.এল পুডু রায়া (পাসার সেনির সাথেই) থেকে স্পেশাল বাসে করে যেতে হবে। সময় লাগবে ২ ঘন্টা আর ভাড়া পড়বে ৬.৫০ রিংগিত। এছাড়আও কিছু বিকল্প তো আছেই, আপনি পুডুরায়া থেকে বাসে করে সেরেমবান নামক স্থানে যাবেন, এতে ভাড়া পড়বে ৪ রিংগিত, এরপর সেরেমবান বাস স্টেষন থেকেই পোর্ট ডিকসন এর বাস পাবেন ২-২.৫০ রিংগিত এ, ঘুরে ফিরে ভাড়া ঐ একি পড়বে, বরং ভেন্গে ভেন্গে গেলে সময় আরো বেশী লাগবে, তবে আপনি সরাসরি বাস না পেলে এই পন্থা অবলম্বন করতে পারেন, এছাড়াও আপনি ট্রেনে করে যেতে কে.এল.সেন্ট্রাল গিয়ে সেরেমবান এর টিকিট কেটে নিন, ৫.৭০ রিংগিত, এরপর সেরেমবান স্টেষন থেকে বাস বা ট্যাক্সি ধরে যেতে পারেন পোর্ট ডিকসন।

(তবে সমুদ্রতীর দেখতে চাইলে অন্যতম পেনাং বীচ। আর অল দ্যা বেস্ট ল্যান্কাওয়ি, কেউ যদি মালয়েশি এসে ল্যাংকাওয়ি না দেখে ফিরে যা্য তবে সে অনেক বড় কিছু মিস করে, তবে আমি যেহেতু এই ধারাবাহিকের শুরুতে একটা বাজেট দিয়ে দিয়েছিলাম তাই এসব ছাই-পাসের কথা আর নাইবা তুল্লাম, তবে কেউ যদি আগ্রহী হয়ে যেতে চায় তবে বাজেট কিছু বাড়িয়ে দিন, আর ঘুরে আসুন) এবার কাছাকাছি বন দেখতে চাইলে যেতে পারেন FRIM বা বন গবেষনা কেন্দ্রে, কৃত্তিমভাবে তৈরী এই বনে রয়েছে ১৫ হাজার প্রজাতির গাছ, রয়েছে হরেক রকম প্রজাতির পশু-পাখি, রয়েছে ঝরণা, আর সবচেয়ে আনন্দদায়ক এবং এডভেন্চারাস কেনোপি ওয়াকওয়ে, ভূমি থেকে ৩০ মিটার উচুতে প্রায় ২০০ মিটার লম্বা তৈরী এই ওয়াকওয়েতে উঠতে হলে আপনাকে ৫ রিংগিত দিয়ে টিকিট কাটতে হবে, সকাল ১০টা থেকে ২ টার মধ্যে টিকিট কাটতে হবে, (সোম এবং শুক্রবার বন্ধ), অবশ্য এটা কে.এল এর খুব কাছাকাছি কেপং নামক এলকায় অবস্থিত, কে.এল পাসার সেনি থেকে আপনি বাস পাবেন মেট্রো অথবা রেপিড কেএল বাস। যে বাসগুলো সেলায়াং হসপিটাল যায় সেগুলোতেই চড়তে পারেন, কারন এই বন সেলায়াং হসপিটালের কাছেই। ভাড়া পড়বে ২ রিংগিত। এবার আপনাদের শিখিয়ে দেব কিছু প্রয়িজনীয় ভাষা যা ব্যবহার করলে আপনাকে নতুন মক্কেল ভেবে দালালরা ঠকানোর চেষ্টা করবেনা, অথবা কোথাও প্রয়োজনে (এদেশের ১০০% মানুষ তো আর ইংরেজী বুঝে না,) ব্যবহার করতে পারবেন।

(আমি এখানে কথ্য ভাষাটাই দিলাম, বইয়ের ভাষা নয়) এটার দাম কত = ব্রাপা হারগা নি (ব্রাপা=কত, হারগা=দাম, ইনি/নি=এটা,,,ওটা=ইতু) ১=সাতু ২=দুয়া ৩=তিগা ৪=আমপাত ৫=লিমা ৬=এনাম ৭=তুজু ৮=লাপান ৯=সিমবিলান ১০=সিপুলু এরপর ২০= দুয়া পুলু, ৩০=তিগা পুলু, ৪০- আমপাত পুলু (এভাবে সংখ্যাটা বলে পুলু শব্দটা যোগ করেদিতে হবে, খুবি সোজা) ৪২= আমপাত পুলু দুয়া, ৬৭= এনাম পুলু তুজু। আমি কেএলসিসি যাব= সায়া না পিগি কেএলসিসি। (সায়া=আমি, না এর পরে তিনআলিফ একটা ধাক্কা দিতে হবে ভেতর থেকে, না= চাই, মাউ অর্থও চাই বা দরকার বুঝায়, পিগি = যাওয়া বা যেতে, ও মালায় ভাষায় আবার অতীত, বর্তমান, ভবিষ্যত ব্যবহার হয়না, সবি এককাল, ভাষার তারতম্যে বুঝে নিতে হয়)। ভাড়া কত?=ব্রাপা সেওয়া (ব্রাপা=কত, সেওয়া=ভাড়া) একটু কম হবে?= বোলে কোরাং স্কিত (বোলেহ/বোলে=পারা/পারবেন, কোরাং= কম, সিকিত কথ্য স্কিত=অল্প,,,,, তবে এদেশে ভাড়া নিয়ে দামাদামি না করায় ভালো, কারন প্রায় সব বাসেই আছে নিদ্দিষ্ট দামের টিকিট। তবে ফুটপাতে বা ছোটো দোকানে দরদাম করা ভাল,) কেমন আছেন?= আপা খাবার ভাল আছি = খাবার বায়েক শুভ সকাল =সেলামাত পাগি শুভ রাত্রি= সেলামাত মালাম বিদায় = সেলামাত তিংগাল আবার দেখা হবে = জুম্পা লাগি বোলে = পারব/পারবেন/পারবে/পারা যাবে (এক কথায় পারা সংক্রান্ত সব) তা বোলে= সব পারার নেগেটিভ/ পারব না/ পারবে না ইত্যাদি আমি খাব= সায়া না মাকান (মাকান=খাবার) আমি পান করব= সায়া না মিনুম (মিনুম=পান করা)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।