আমাদের কথা খুঁজে নিন

   

চীনে নিষিদ্ধ নিউজিল্যান্ডের গুড়োদুধ

ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া পণ্যের মধ্যে স্পোর্টস ড্রিংক, প্রোটিন ড্রিংক এবং অন্যান্য দুগ্ধজাত বেভারেজ ড্রিংকও রয়েছে।   চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থার তথ্যমতে ৮০ ভাগ ডেইরি পণ্য আমদানিতে চীন নিউজিল্যান্ডের উপর নির্ভরশীল। নিউজিল্যান্ড থেকে ডেইরি পণ্য নিষিদ্ধ করায় দেশটিতে দুগ্ধজাত পণ্যের সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন বিবিসির বেইজিং প্রতিবেদক মার্টিন পেশেন্স।
দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে বটুলিজম নামে রোগ ছড়ানোর আশংকা করা হচ্ছে ।

এ রোগে রোগী প্যারালাইজড হয়ে অঙ্গহানি ঘটতে পারে।
২০০৮ সালেও গুঁড়োদুধ নিয়ে চরম শিশু-স্বাস্থ্যঝুঁকিতে পড়ে চীন। তখন মারা যায় ছয় শিশু। অসুস্থ হয় আরও তিন লাখ শিশু। ঘটনার পর থেকে উচ্চমূল্য দিয়ে নিউজিল্যান্ড থেকে গুড়াদুধ আমদানি করছে চীন।


নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টিম গ্রোসার গুঁড়োদুধ নিয়ে এমন পরিস্থিতিতে পণ্য বাতিলের প্রতিক্রিয়ায় চিনের সিদ্ধান্ত ‘যথার্থ’ বলে মন্তব্য করেছেন।
বিশ্বের চতুর্থ বড় দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী ফনটেরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ওয়াইকাটো নামের প্রসেসিং প্ল্যান্টে নোংরা পাইপের কারণে এ দূষণ ছড়ায়। এ পণ্যগুলো উৎপাদন করা হয়েছিল ২০১২ সালে।
চিন ছাড়াও নিউজিল্যান্ড, রাশিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামে দূষিত দুগ্ধজাত পণ্য রপ্তানি করার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

ফনটেরা জানিয়েছে, চীনসহ সাতটি দেশ থেকে এক হাজার টন দুগ্ধজাত পণ্য এ অভিযোগে প্রত্যাহার করে নিচ্ছে তারা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।