আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে জঙ্গি হামলায় ন্যাটোর ৩০ লরি ভস্মীভূতঃ বাংলাদেশ কি প্রস্তুত ???



পাকিস্তানে সশস্ত্র জঙ্গি হামলায় গতকাল শুক্রবার ন্যাটো বাহিনীর ৩০ টি ট্যাংক লরি ভস্মীভূত হয়েছে। লরিগুলো আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের ব্যবহারের জন্য জ্বালানি নিয়ে যাচ্ছিল। পথে সিন্ধু প্রদেশের শিকারপুর জেলায় জঙ্গি হামলা হয়। ন্যাটোর হেলিকপ্টার হামলায় বৃহস্পতিবার তিন পাক সেনা নিহত হবার পর ক্ষুব্ধ পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। কোনো সংগঠন এই হামলার দায়ীত্ব স্বীকার করেনি।

তবে পাকিস্তান সরকার তালেবানকে সন্দেহ করছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের সূত্র জানায়, আফগানিস্তানে বিদেশী সেনাদের ব্যবহারের জন্য জ্বালানি নিয়ে যাবার পথে ন্যাটোর জ্বালানি ও সরবরাহ ট্রাক করাচি অঞ্চলে মাঝে মাঝে হামলার শিকার হয়। কিন্তু সিন্ধু প্রদেশ কিংবা কেন্দ্রীয় পাকিস্তানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এই কারণে এসব পথে নিরাপত্তা বাহিনীর প্রহরা থাকে না। জঙ্গিরা গতকাল এই সুযোগটি কাজে লাগিয়েছে।

একযোগে ন্যাটো বাহিনীর এত বিপুল সংখ্যক ট্যাংক-লরি নিশ্চিহ্ন করে দেয়ার ঘটনা এটাই প্রথম। শিকারপুর জেলা পুলিশ প্রধান আব্দুল হামেদ খুসু সংবাদমাধ্যমকে বলেন, ‘রকেট লঞ্চার ও রাইফেল নিয়ে প্রায় ২৫ জঙ্গি ট্রাকগুলোতে হামলা করে। মুহুর্মুহু গুলির শব্দে চালকরা হতভম্ব হয়ে পড়ে। এসময় জঙ্গিরা ৩০ টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। চালকরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আধা-সামরিক বাহিনী হাজির হলেও তারা দাউ দাউ করে জ্বলতে থাকা লরিগুলো অসহায়ের মতো দাঁড়িয়ে দেখতে থাকেন। ’ পাকিস্তান সেনাবাহিনী সূত্র দাবি করেছে, তারা সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সিন্ধুর প্রাদেশিক সরকারের মুখপাত্র জামিল সুমরু নিশ্চিত করে বলেন, ‘সিন্ধুতে এটা ন্যাটো ট্রাকের উপর বড় ধরনের হামলার ঘটনা। ’ সিন্ধুর পুলিশ প্রধান মি. খুসু বলেন, ‘চরমপন্থী কোনো সংগঠন শান্তি বিনষ্ট করার জন্য এ হামলা চালিয়ে থাকতে পারে। ’ ন্যাটোর বিমান হামলায় বৃহস্পতিবার কুররাম জেলায় তিন পাকিস্তানী সেনা নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী অভিযোগ করে।

এ ঘটনার পর গতকাল আফগানিস্তানে ন্যাটোর প্রধান সরবরাহ সড়ক বন্ধ করে দেয় পাকিস্তান। ওই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শুক্রবার দেশটির পার্লামেন্টে বলেন, ‘পাকিস্তানের মাটিতে আমরা কোনো ধরনের হামলা সহ্য করবনা। ’ তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনাটিকে রাজনৈতিক ও দায়িত্বপূর্ণভাবে নিয়েছি। কিন্তু তারা যদি আমাদের ভূখন্ডে হামলা করে তাহলে আমরা অন্য উপায় বিবেচনা করবো। ’ শুক্রবার দ্বিতীয় দিনের মতও সরবরাহ পথটি বন্ধ ছিলো।

ত্রুকহাম সীমান্ত দিয়ে কোনো ন্যাটো সরবরাহ ট্রাক যেতে দেওয়া হয়নি। তবে বিকল্প পথে যাবার সময় জঙ্গি হামলার কারণে পাকিস্তান-যুক্তরাষ্ট্র কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.