আমাদের কথা খুঁজে নিন

   

কিছু বিব্রতকর মুহূর্ত



আজকাল কিছু হলেই সবাই বিব্রত বোধ করে . সেই বিচারপতি থেকে শুরু করে রাস্তার ফকিরও . আমি বা বাদ যাই কেন . কিছু বিব্রত বোধ করার নমুনা দিলাম . ১ # তখন স্কুলে পড়ি. এসেম্বলিতে দাড়িয়ে ছিলাম . পাশের লাইনে দাড়ানো ছিল জাফরিন . একটা হাসি দিলাম . মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইলো. তার থেকে আমি বেশি অবাক হলাম. মেয়েটা জাফরিন না . অন্য একজন. আমি বিব্রত বোধ করলাম. এমন একটা ভাব করলাম যে আমি তাকে দেখে হাসিনি , দুরের কোনো মেয়েকে দেখে হেসেছি . মেয়েটা তখন পাজেল্ড হয়ে গেল . হি হি হি . ২# তখন আম্মুর বাসায় ছিলাম কিছুদিন . আম্মু আব্বু হজে গিয়েছেন . আমি বাসা পাহারায় নিয়োজিত. সকাল সারে দশটার দিকে মেয়েকে গোসল করিয়ে ছেলেকে রেডি করছি গোসলের জন্য . তেল মালিশ করা শেষ . গরম পানি রেডি . এমন সময় পাশের বাড়ির আন্টি এলেন আমাদের খোজখবর নিতে . আমি উনাকে বসতে দিলাম আর তাড়াতাড়ি ছেলেকে একটা জামা পরিয়ে দিলাম . কথা বলার এক ফাকে চা-নাস্তা নিয়ে আসলাম. গল্পের টপিক ছিল আমার বাচ্চাদের নিয়ে. তারা কত লক্ষী আর শান্ত সেই গল্প করছিলাম . এমন সময় ছেলে আসলো পর্দা সরিয়ে . তখন মাত্র দু বছর তার . আমি আন্টির সাথে কথা বলায় এতই মশগুল ছিলাম যে ছেলে এসে কি করছে সেদিকে নজর নাই. ছেলের প্রসংশায় পঞ্চমুখ . একটু পর দেখি আন্টি মুচকি হাসছেন . তাকিয়ে দেখি আমার সুবোধ বালক নাস্তার প্লেট থেকে সবগুলো কমলার কোয়া নিয়ে পানির গ্লাসে ভরে ফেলেছেন, আর সব পানি উপচে একাকার. আন্টি বললেন , 'আসলেই তোমার ছেলে অনেক লক্ষী আর শান্ত'. আমি বিব্রত বোধ করলাম. ৩# প্রচন্ড মাকড়সা ভয় পাই. যেই ঘরে মাকড়সা থাকে সেই ঘরে আমি নাই. অফিসের বাথরুমে ঢুকেই চিত্কার করে বের হয়ে আসলাম. একটা ইয়া বড় পেটমোটা মাকড়সা. সবাই দৌড়ে আসলো. আমি বিব্রত হলাম. ঠিক তার দুদিন পর অফিসের মিটিং বসের সাথে . দেখি টেবিলের কোনায় মাকড়সা . চেয়ার থেকে লাফ দিলাম. মিটিং এ কারো নজর নাই. নজর আমার দিকে. আবার বিব্রত হলাম. ৪# একবার নিয়ত করলাম কিছু টাকা সদকা করব. ভাবলাম একজন ফকিরকে বেশি করে দিলে সেই টাকা দিয়ে সে কিছু একটা করতে পারবে. মার্কেটে গিয়ে কেনাকাটা শেষ করে, দেখে শুনে এক বুড়া টাইপ একটা ফকির কে দিলাম. ওই বেটা দিল রাষ্ট্র করে. আমি মার্কেট থেকে হেটে রাস্তা পার হচ্ছি আর আমার পিছনে ১৫/২০টা ফকির. ঠিক মত রাস্তাও পার হতে পারছি না. সবাই টাকা চায়. বিব্রতকর অবস্থা. কোনোমতে দৌড় দিয়ে এক রিকশায় উঠলাম. ৫# মেলায় গিয়েছি . আমার হাসবেন্ড গাড়ি পার্ক করার জায়গা খুজছে . অনেক জ্যাম. গরমও ছিল অনেক. হাতে কোকের বোতল . এমন সময় দুইটা পিচ্চি আসলো. বলল, ' আপা, বোতলটা দেন, আর না হইলে আপনার পেটে বেথা করব'. যদি সত্তি পেটে বেথা হয় তাই দিয়ে দিলাম আর একই সাথে বিব্রত হলাম . আপাতত এইটুকুন লিখলাম. পরে আরো সংযোজন করব ইনশাল্লাহ .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।