আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর ব্লগিং

পুরুষ প্রধান আওয়ামী লীগ ও বি এন পি চাই

ব্লগ ইদানিং একটা সংবাদ মাধ্যম হয়ে দাড়িয়েছে, এখানে যে কেউ তার নিজস্ব মতধারাটি তুলে ধারতে পারছে। সহজে জানতে পারছে না দেখা সংবাদ, না জানা ঘটনা দুর্ঘটনার খবর এবং আরো আনেক মজাদার খবারাখবর। এই ব্লগাররা বিভিন্নষ্থানে বিভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন পরিবেশে থেকে ব্লগ লেখেন, মন্তব্য প্রদান করেন, কখনোবা শুধুই চোখ বুলিয়ে যান বিভিন্ন লেখায় বা মন্তব্যে। এজন্য বিভিন্ন ব্লগার অথবা দর্শনার্থী ব্যবহার করেন ব্যক্তিগত ল্যপটপ, ডেস্কটপ বা সাইবার ক্যাফে আর স্থান হয় কখনো নিজস্ব রুম, রিডিং রুম, অফিস রুম ইত্যাদি। সর্বোপরি পরিবেশটা হয়ত থাকে কখনো পারিবারিক, কখনো অফিসরুমে সহকর্মির সাথে অথবা বন্ধুআড্ডায়।

অথচ কিছু কিছু ব্লগার কোন কিছুর তোয়াক্কা না করে বিশ্রী এবং অতিশয় অশালীন ভাষার ব্যবহার করেন এই ব্লগে। যা পারিবারিক পরিবেশে দেখা বা পড়া অসম্ভব, এমনকি অফিস সহকর্মী বা কখনো কখনো বন্ধুর সামনেও দেখা বা পড়া সম্ভব হয়না। এখানে দর্শনার্থী যেই হোক ভাই, বোন, বন্ধু, সন্তান, বাবা কি মা, সহকর্মী, এমনকি বাসার কাজের ছেলে বা মেয়ে, যে কেউ ব্লগিংটাকে অশালীন ভাবতে বাধ্য হয় এবং সাথে সাথে আমাদের মত ব্লগারকেও মনে মনে খারাপ ভেবে নেয়। হয়ত আপনার অবর্তমানে আপনাকে নিয়ে সমালোচনাও করে খারাপ ও অশ্লীল ব্লগ নিয়ে। আমার মনে হয় এখানে উদাহরন বা লিংক দেয়ার প্রয়োজন নেই।

আসুন এমন কোন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হওয়ার পূর্বেই অশ্লীল ভাষার ব্যবহার থেকে ব্লগ কে নিরাপদ করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।