আমাদের কথা খুঁজে নিন

   

এইচটিএমএল টিউটোরিয়াল ধারাবাহিক পর্ব ৩

bangla.html ব্রাউজার এ এবং নোটপ্যাড এ ওপেন করুন, আগের সবকিছু ডিলিট করুন, doctype declare করুন। নিচের কোড টি copy করে paste করুন my web page Headline of my first paragraph This is my first paragraph. I am happy I am learning html which is mother of web development. This is another paragraph My second paragraph. I am having fun learning html. save করুন এবং ব্রাউজার রিফ্রেশ করুন। নিচের ছবিটি দেখুন। আপনি একটি একটি complete ওয়েব পেজ বানালেন। প্রথমেই আসা যাক html element: এইচটিএমএল পেজ এর প্রতিটি অংশই একটি এইচটিএমএল element. আপনি যেকোনো পেজ এ গেলে দেখতে পাবেন বিভিন্ন অংশে পেজ টি বিভক্ত যেমন paragraph, menu bar , heading, picture, form. সবগুলাই এক একটি এইচটিএমএল element. উপরে কোড টি তে html, head, body, paragraph এবং heading element বিদ্যমান।

আমরা এখন সেইগুলা নিয়ে আলোচনা করব। html element হল একটি এইচটিএমএল পেজ এর ধারক। মানে সম্পূর্ণ পেজ টি ই হল html element. head ওয়েব পেজ এর document ধারন করে। এর অভন্তরের কোন অংশ পেজ এ প্রদর্শিত হয়না title ছাড়া। আমরা head উপর পরে আলোচনা করব।

title হল সহজ ভাষায় পেজ এর নাম। উপরের কোড এ দেখুন title “my web page”. ব্রাউজার এ দেখুন। নিচের ছবিটি দেখুন। title পরিবর্তন করে ব্রাউজার রিফ্রেশ করুন। body হল পেজ এর মুল অংশ।

এইখানে আপনার অন্য সবকিছু থাকবে যেমন paragraph/article, pictures anything you want. সুতরাং element হল পেজ এর এক একটি অংশ তা যাই হোক না। এক টি element এর ভেতর আরেকটি element থাকতে পারে যেমন, উপরের কোড টি তে html element এর ভেতর আর বাকি সবগুলা element ছিল। আবার body element এর ভেতর heading and paragraph ছিল। আপনি ইছে করলে আরেকটি paragraph include করতে পারেন। এবার আমরা দেখব elemtn এর ভেতর কি আছে।

ধরুন paragraph element. My second paragraph. I am having fun learning html. প্রতিটি html element define করার জন্য এক একটি keyword ব্যাবহার করা হয়ে থাকে যেমন এখানে paragraph element এর জন্য p এবং তা শুরু হয় দিয়ে শেষ হয় দিয়ে। keyword সহ টাকে বলা হয় এক একটি html tag. element শুরু করতে যে ট্যাগ ব্যাবহার করা হয় টাকে বলে opening tag (এইখানে ) এবং element শেষ করতে যে ট্যাগ ব্যাবহার করা হয় টাকে বলে closing tag. আর এদের মাঝে যাই থাক নে কেন তা হল element content. সুতরাং একটি এইচটিএমএল পেজ এর প্রতিটি অংশই এক একটি element, এবং element এর ৩ টি অংশ, ক) opening tag খ) content ( whatever goes inside opening and closing tag) গ) closing tag. মনে রাখবেন closing tag এ সবসময় / ব্যাবহার করতে হবে। তার মানে opening tag যদি হয় closing tag হবে . কিছু কিছু tag আছে যারা closing tag ব্যাবহার করেনা। যেমন , এবং ইমেজ ট্যাগ। আমরা এদের ব্যাপারে পরে বিস্তারিত আলোচনা করব।

বিসbangla.html ব্রাউজার এ এবং নোটপ্যাড এ ওপেন করুন, আগের সবকিছু ডিলিট করুন, doctype declare করুন। নিচের কোড টি copy করে paste করুন my web page Headline of my first paragraph This is my first paragraph. I am happy I am learning html which is mother of web development. This is another paragraph My second paragraph. I am having fun learning html. save করুন এবং ব্রাউজার রিফ্রেশ করুন। নিচের ছবিটি দেখুন। আপনি একটি একটি complete ওয়েব পেজ বানালেন। প্রথমেই আসা যাক html element: এইচটিএমএল পেজ এর প্রতিটি অংশই একটি এইচটিএমএল element. আপনি যেকোনো পেজ এ গেলে দেখতে পাবেন বিভিন্ন অংশে পেজ টি বিভক্ত যেমন paragraph, menu bar , heading, picture, form. সবগুলাই এক একটি এইচটিএমএল element. উপরে কোড টি তে html, head, body, paragraph এবং heading element বিদ্যমান।

আমরা এখন সেইগুলা নিয়ে আলোচনা করব। html element হল একটি এইচটিএমএল পেজ এর ধারক। মানে সম্পূর্ণ পেজ টি ই হল html element. head ওয়েব পেজ এর document ধারন করে। এর অভন্তরের কোন অংশ পেজ এ প্রদর্শিত হয়না title ছাড়া। আমরা head উপর পরে আলোচনা করব।

title হল সহজ ভাষায় পেজ এর নাম। উপরের কোড এ দেখুন title “my web page”. ব্রাউজার এ দেখুন। নিচের ছবিটি দেখুন। title পরিবর্তন করে ব্রাউজার রিফ্রেশ করুন। body হল পেজ এর মুল অংশ।

এইখানে আপনার অন্য সবকিছু থাকবে যেমন paragraph/article, pictures anything you want. সুতরাং element হল পেজ এর এক একটি অংশ তা যাই হোক না। এক টি element এর ভেতর আরেকটি element থাকতে পারে যেমন, উপরের কোড টি তে html element এর ভেতর আর বাকি সবগুলা element ছিল। আবার body element এর ভেতর heading and paragraph ছিল। আপনি ইছে করলে আরেকটি paragraph include করতে পারেন। এবার আমরা দেখব elemtn এর ভেতর কি আছে।

ধরুন paragraph element. My second paragraph. I am having fun learning html. প্রতিটি html element define করার জন্য এক একটি keyword ব্যাবহার করা হয়ে থাকে যেমন এখানে paragraph element এর জন্য p এবং তা শুরু হয় দিয়ে শেষ হয় দিয়ে। keyword সহ টাকে বলা হয় এক একটি html tag. element শুরু করতে যে ট্যাগ ব্যাবহার করা হয় টাকে বলে opening tag (এইখানে ) এবং element শেষ করতে যে ট্যাগ ব্যাবহার করা হয় টাকে বলে closing tag. আর এদের মাঝে যাই থাক নে কেন তা হল element content. সুতরাং একটি এইচটিএমএল পেজ এর প্রতিটি অংশই এক একটি element, এবং element এর ৩ টি অংশ, ক) opening tag খ) content ( whatever goes inside opening and closing tag) গ) closing tag. মনে রাখবেন closing tag এ সবসময় / ব্যাবহার করতে হবে। তার মানে opening tag যদি হয় closing tag হবে . কিছু কিছু tag আছে যারা closing tag ব্যাবহার করেনা। যেমন , এবং ইমেজ ট্যাগ। আমরা এদের ব্যাপারে পরে বিস্তারিত আলোচনা করব।

বিস্তারিত পড়ুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.