আমাদের কথা খুঁজে নিন

   

রামমন্দির রায়: ধামাধরা আদালতের নতুন সংযোজন



আজ বাবরী মসজিদকে রাম মন্দির তথা রামজন্মভূমি ঘোষণা করেছে এলাহাবাদ হাই কোর্ট। এর ভেতর দিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে সংঘ পরিবারের ধ্বংসযজ্ঞ আদালতের মাধ্যমে বৈধতা পেল। যদিও হাস্যকরভাবে বাইরের জমি বাবরী মসজিদকে দেয়া হয়েছে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আপীলে ভারতীয় সুপ্রীম কোর্ট পুরাটা রামকে দিয়ে দিবে। এর মাধ্যমে ঐতিহাসিক কাল ধরে আদালত কর্তৃক ক্ষমতাসীনদের দালালীর যে সিলসিলা জারী আছে তাতে একটা নতুন নাম যোগ হল। ধামাধরা আদালত মহান সক্রেটিসকে হেমলক পানের মাধ্যমে মৃত্যুদন্ড দিয়েছে। জোয়ান অব আর্ক, ব্রুনো, গ্যালিলিও, বেঞ্জামিন মলয়েজ, ক্ষুধিরামকে ফাঁসি দিয়েছে। ইতিহাস আদালতের এই সব অন্যায়কে বাতিল করে মৃতদেরকে অতি আদরে, পরম সম্মানে বুকে তুলে নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।