আমাদের কথা খুঁজে নিন

   

বরিশাল মহানগর বিএনপির কমিটি নিয়ে যত নাটক

বরিশাল মহানগর বিএনপির মাত্র একটি পদে নেতা নিয়োগের জন্য আয়োজন করা হয়েছিল লোক-দেখানো ভোটাভুটির। এ জন্য গতকাল দুপুরে ডাকা হয় নগরীর ৩০টি ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতাদের। সদর রোডের বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির কেবল সিনিয়র সহসভাপতি পদে ভোটাভুটি শুরু হলেও বাতিল হয়ে যায় তা। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, অন্য পদগুলো নিয়ে গুছ প্রক্রিয়ার কারণে দলে বিরাজ করছে চরম ক্ষোভ। তিন বছরেও মহানগর বিএনপি পূর্ণাঙ্গতা লাভ না করায় নেতা-কর্মীদের চাপের মুখে মার্চে কমিটিতে পদ পেতে ইচ্ছুকদের বায়োডাটা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল সাধারণ সম্পাদকের কাছে। কিন্তু পরে ভাটা পড়ে সে উদ্যোগে। সম্প্রতি মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের তোড়জোড় শুরু হলে সেখানে কেবল সিনিয়র সহসভাপতি কে হবেন তা নিয়েই চলে আলোচনা। বাকি পদগুলোর বিষয়ে নিশ্চুপ থাকেন দলের শীর্ষ নেতারা। জানা গেছে, সিনিয়র সহসভাপতি পদ মনিরুজ্জামান ফারুক ও আলী হায়দার বাবুল উভয়ই দাবি করলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শুধু এটিতে ভোটাভুটির। এ জন্য সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে নগরীর ৩০টি ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশ দেওয়া হয় শুধু সিনিয়র সহসভাপতি নির্বাচনে অংশ নিতে। সেই নির্ধারিত দিন ছিল গতকাল। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, গতকাল দুপুরে ওই পদে ভোট দেওয়ার জন্য ভোটাররা আসছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। কিন্তু একজন প্রার্থী উপস্থিত না থাকায় (আলী হায়দার বাবুল) পরে সাবজেক্ট কমিটি করে দেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.