আমাদের কথা খুঁজে নিন

   

বাধার মুখে হল উদ্ধার হলো না জগন্নাথ শিক্ষা

বেদখলে থাকা শহীদ আজমল হোসেন হলের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যানার টানিয়ে দিয়ে হল উদ্ধারের চেষ্টা চালিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ব্যানার টানিয়ে দেয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও হলের দখলদাররা ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা বাণিজ্যিক এলাকায় হল চাই না সংবলিত ব্যানার টানায়। এ সময় পুলিশকে দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ব্যানার নামানো বা পোড়ানোতে ব্যবসায়ীদের কোনো হাত নেই। এ কাজ হল দখলদারের ভাড়াটে লোকেরা ঘটাতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে পাটুয়াটুলিতে শহীদ আজমল হোসেন হল উদ্ধারের উদ্দেশে যাত্রা করে। মিছিলটি বাংলাবাজার-সদরঘাট ওভার ব্রিজের নিচে পেঁৗছলে আটকে দেয় পুলিশ। এর পর শিক্ষার্থীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ প্রহরায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এবং কয়েকজন প্রক্টোরিয়াল বডির সদস্য আজমল হোসেন হলের সামনে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টানিয়ে চলে আসে। পরে স্থানীয় ব্যবসায়ী ও দখলদাররা ব্যানার খুলে আগুন ধরিয়ে দেয়। এর আগে বাণিজ্যিক এলাকায় হল নয় দাবিতে পাটুয়াটুলিতে দোকান বন্ধ রেখে রাস্তায় লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নেয় ব্যবসায়ী ও দখলদাররা। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। আজ আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে জবি ছাত্রলীগ সভাপতি ও হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ব্যানারে আগুন দেওয়ায় পুলিশ সম্পূর্ণ দায়ী। তাদের মধ্যস্থতায় শান্তিপূর্ণভাবে ব্যানার টানিয়েছি। কিন্তু আগুন দেওয়ার সময় তারা নীরব ছিল। দখলদার ও ব্যবসায়ীদের হুঁশিয়ার করে তিনি বলেন, তারা যদি অবৈধ দখল ছেড়ে না দিয়ে আবারও এ ধরনের ঘটনা ঘটান তাহলে শিক্ষার্থীরা সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।

এদিকে আট দফা দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে ক্লাস বর্জন করে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকরা। তারা প্রায় আধা ঘণ্টা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে আজ বেলা ১১টায় ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করা হবে বলে জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আক্কাস। প্রসঙ্গত, পুরান ঢাকার পাটুয়াটুলীর ১৬ ও ১৭ নম্বর রমাকান্ত নন্দী লেনে শহীদ আজমল হোসেন হলটির অবস্থান। নব্বইয়ের দশকে হলটি বেদখল হয়ে গেলে পুলিশ সদস্যরা দখল নিয়ে তাদের পরিবারসহ বসবাস করে। এ ছাড়া হলটির একাংশ স্থানীয় একটি সমিতি দখল করে নেয়। ১৯৯৬ সালে কিছু অংশ দখল করেন স্থানীয় মোশাররফ হোসেন খান। ২০১১ সালের ফেব্রুয়ারিতে 'বেগম রোকেয়ার শহীদ পরিবারের' নামে সাইনবোর্ড টানিয়ে জায়গাটি দখলে নেয় একটি মহল। গত ১২ ফেব্রুয়ারি থেকে বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.