আমাদের কথা খুঁজে নিন

   

মানহানির মামলায় জামিন পেলেন গিকা চৌধুরী

মানহানির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ দুই নেতা আদালতে আত্দসমর্পণ করে জামিন নিয়েছেন। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালত এ জামিন দেন। অপরদিকে বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিরুদ্ধে নারাজি আবেদন করেছে বাদীপক্ষ। একই আদালতে নারাজি আবেদনটি দাখিল করা হয়। আদালত ১৮ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির সময় নির্ধারণ করেছেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, অভিযোগ গঠনের সময় হাজিরের নির্দেশ দিয়ে আদালত গিয়াস কাদেরসহ দুজনকে জামিন দিয়েছেন। এর আগে ৩০ জুলাই আরেকটি মামলায় রাঙ্গুনীয়া থানা বিএনপির সভাপতি ইউনুচ তালুকদারও জামিন পান। আইনজীবী মো. ইউসুফ বলেন, বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেলে আগুন দেওয়ার ঘটনায় বনমন্ত্রীর ভাই খালেদ মাহমুদসহ ৩৯ জনের নামে করা মামলার তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছি। আদালতের কাছে এ ঘটনার পুনঃতদন্ত দাবি করেছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.