আমাদের কথা খুঁজে নিন

   

কর্নেল তাহেরকে নিয়া দুই-চারিটি প্রশ্ন!

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা কর্নেল তাহেরকে নিয়া আমি কিছু প্রশ্ন রাখিলাম। যদি কাহারও এই বিষয়ে জানা থাকে তবে দয়া করিয়া জানাইবেন। ১. তাহের সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। কিন্তু তিনি কি মার্কসবাদী নাকি লেনিনবাদী নাকি মাওবাদী ছিলেন? ২. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সমাজতান্ত্রিক বিপ্লব করিবার কোনো সুযোগ কি আদতেই ছিলো? তাহা হইলে বিপ্লব ''হাতছাড়া'' হইবার কথা একজন সমাজবাদী কীভাবে বলিতে পারেন? ৩. উনার দলের নাম "জাতীয় সমাজতান্ত্রিক দল''। সমাজতান্ত্রিকগণ বরবরাই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী।

তাহার প্রমাণ মার্কস হইতে লেনিন-মাও-চে গুয়েভরা। একটি সমাজতান্ত্রিক দলের নাম কীভাবে জাতীয় সমাজাতান্ত্রিক দল হইতে পারে? ৪. সমাজতান্ত্রিকগণ যখন জাতীয়তাবাদী হইয়া যান তখন তাহারা ফ্যাসীবাদকেই আকড়াইয়া ধরেন। যেমন হিটলারের দলটির নাম ছিলো জাতীয় সমাজতান্ত্রিক দল ''the National Socialist German Workers' Party''। তাহের কি তাহা জানিতেন না? ৫. তাহের সেনাবাহিনী হইতে অবসর লইয়াছিলেন ঠিকই কিন্তু রাজনীতিতে জনগণের শক্তি অপেক্ষা হইতে সেনাশক্তিকেই বেশি গুরুত্ব দিয়াছেন। ইতিহাস তাহার সাক্ষী।

একজন প্রকৃত বিপ্লবী কিভাবে জনগণকে গুরুত্বহীন ভাবিতে পারেন? দয়া করিয়া আমার ভুল-ত্রটিগুলি আমাকে বুঝাইয়া দিবেন। সকলে ছহি-ছালামতে থাকিবেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.