আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্ন কিছু দুঃখবোধ/ দুঃখ'তা

আ মা র আ মি

কিছু দুঃখ তো থাকেই, কিছু দুঃখ তো থেকেই যায়। এই যে দুঃখ থাকার দুঃখটা কতটা জানো তুমি? ঐ দুঃখটা অথবা সেই মানুষের সেই দুঃখটা, কতটা জেনেছো তুমি? এই মানুষটার যেমন দুঃখ আছে, আছে ঐ মানুষটারও। হয়তো আছে বলে বানিয়ে বানিয়ে বলে দেয়া যায় একশ একটা মনের দুঃখ। কিন্তু ঠিক যে দুঃখটা মনে পুষে তা কি তুমি জানো? হয়তো দেখেছো অনেক হারানো ব্যাথা, হয়তোবা পেয়েছো তীব্র। কিন্তু হারাবার আগে আজনম না পাওয়ার ব্যাথাটা জানো না তুমি। হয়তো হেসে ভাবছো দুঃখ বিলাস। কিন্তু জেনো, ক্ষুধা পেটে যতটা সৃষ্টি ছিলো মনে, এই ফার্মের মুরগীতে তার একফোঁটাও না। দুঃখের কোন তুলনা হয় না, যেমন মৃত্যুর। স্যালুট তোমায় হে দুঃখবোধ, স্যালুট তোমায় প্রিয় দুঃখতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।