আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্ন শব্দমালা

সূর্য উবুর হয়ে তার নগ্ন কপাল নামিয়ে দিয়েছে জানালার কপাটে। লাজ লজ্জা বলে কি কিছুই নেই? অন্যের ঘরের ব্যক্তিগত অন্ধকার ঠেলে সরিয়ে হুরমুর করে এভাবে ঢুকে পড়ার মানে হলো চরম অভদ্রতা, মায়ের কাছে শেখা। শালা এত বয়স হলো তাও বুদ্ধির বালাই নাই। দৃশ্যপট থমথমে ঘোরলাগা চোখে থেমে আছে জানালা দিয়ে যতটুকু আকাশ দেখা যায় তার গায়ে। আমি জানি, জন্মের সময় কিছুটা নীল কর্জ করে ঋণী হয়ে আছি আজীবনের তরে। কারো মুক্তি নেই এই ঋণ থেকে। কোথায় যেন পড়েছিলাম, আকাশ দেখলে মন বড় হয়, আমি কিন্তূ ঋণী হয়ে যাই যতবার আকাশ দেখি। চলবে....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।