আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাকে বিচ্ছিন্ন করে সরকারই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক বার্তা২৪ ডটনেট ঢাকা, ১১ মার্চ: বিএনপির মহাসমাবেশে যাতে দলীয় নেতাকর্মীরা যোগ দিতে না পারেন, সেজন্য সারা দেশের সঙ্গে কার্যত ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। দূরাপাল্লার গাড়ি ও লঞ্চ ঢাকায় আসছে না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, তারা যানবাহন চলাচল বন্ধের কোনো নির্দেশ দেননি। কিন্তু বাস্তবতা ভিন্ন। সারা দেশ তো বটেই, আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানির আতংকে খোদ রাজধানীতেও রোববার সারা দিন পর্যাপ্ত গণপরিবহন চলাচল করেনি। বিকেলে এবং সন্ধ্যার পরে ঘরফেরা মানুষকে দেখা গেছে একটি বাস এলেই তার দিকে হুড়মুড় করে ছুট যেতে। এ কারণে নগরীর বিভিন্ন স্থানে মানুষকে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অনেকে এমনটিও বলেছেন যে, সরকার বিএনপির সমাবেশ ব্যর্থ করে দিতে সারা দেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়ে প্রকারান্তরে তারা নিজেরাই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.