আমাদের কথা খুঁজে নিন

   

জেনে রাখুন, নইলে আপনিও ধরা খাইবেন!

অতি সাধারণ

কি আর কমু ভাই মনে বড় কষ্ট লয়ইয়া লিখতাসি মনের দুঃখ বলার মত সামুর চেয়ে ভাল বন্ধু আর কে আছে ক'দিন ধরে ভাবছি দুই বন্ধু মিলে বান্দরবন যাবো। ত সস্তায় কিভাবে যাওয়া যায়? ভাল উপায় ট্রেন এখন কথা হল মিরপুর থেকে কমলাপুর টিকিট কাটতে যাওয়া মানে সারাটাদিন শেষ! সর্টকাট মনেহল বাংলালিংক এর ট্রেনের টিকিট কাটার কথা! ১২০০ নাম্বার এ কথা বলে নিলাম, তাদের কথা মত রেজিস্ট্রেসান করেনিলাম। সুবর্ন এক্সপ্রেস এ শোভন চেয়ার ২ টিকিট ৩৩০ টাকা + ভ্যট ৫০ টাকা + বাংলালিংক চার্জ ৪০ টাকা = মোট ৪২০ টাকা! মোবাইল এ ৫০০ টা টাকা রিচার্জ করে নিলাম। কিন্তু হায় টিকিট পারচেজ করতে গেলেই বলছে অপর্জাপ্ত টাকা মাথা খারাপ নাকি?? কি কয়? আবার কল দিলাম ১২০০ তে, অই বেটা ৩ ৪ মিনিট পর বলল আপনার ওয়ালেট কোনো টাকা নাই আমি কিছুই বুঝলাম না, ওয়ালেট ব্যলেন্স আবার কি? ওটা কথায় পাব? উত্তর আসলো বাংলালিংক মোবাইল ক্যাস পয়েন্ট এ পাওয়া যাবে। ঠিক আছে, পাওয়া গেলে ভাল। এখন কথা হল আমার ৫০০ টাকার কি হবে?? এটাকে ওয়ালেট ব্যলেন্সএ ট্রানফার করলেই ত ঝামেলা শেষ ্কিন্তু ঝামেলাটা এত সহজে শেষ হলনা। এই টাকা কিছুতেই ওয়ালেট ব্যলেন্সএ ট্রানফার করা যাবে না তো আমার আই টাকাটার কি হবে?? উত্তরঃ কিছুই হবে না। আপনার মবাইল থেকেই ব্যবহার করে শেষ করতে হবে। অর্থাৎ ব্যঘ্ররে গ্রাশ থেকে আর রেহাই পাওয়া গেল না। ব্রিথাই টাকাটা হাত ছাড়া হয়ে গেল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.