আমাদের কথা খুঁজে নিন

   

চাইছি ফিড়ে



চাইছি ফিরে আবার আমার শৈশবের ওই দিনগুলি, ঘোর লাগানো রূপকথারই ভূত-প্রেত আর জীনগুলি। চাইছি ফিরে রোজ সকালে জাগতে পাখির ডাকে, দুপুরবেলা অবাধ সাঁতার ছোট্ট নদীর বাঁকে। চাইছি ফিরে প্রতাপপুরের হেডস্যারেরই রাগ, ক্লাসে স্যারের ঘুমিয়ে পড়া- তারপর সব ভাগ! চাইছি ফিরে গুলতি নিয়ে বকের পিছে ধাঁওয়া, বিলের মাঝে ডিঙগি নায়ে আনমনে গান গাওয়া। চাইছি ফিরে ‘আম-কাঁঠালের’ চির আরাধ্য ছুটি, নোটিশ শুনেই ক্লাসরুমেতেই আহা কি যে লুটোপুটি। যতই আমি চাইছি ফিরে, কেউ এলনা আমায় ঘিড়ে, ধীরে ধীরে যাচ্ছে চলে, সময় আমার হতটি গলে, যাচ্ছি আরো দূরে সরে, এইতো স্মৃতিচারন করে, হারিয়ে যাচ্ছে স্মৃতি, এটাইতো নিয়তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।