আমাদের কথা খুঁজে নিন

   

পরামর্শ চাইছি

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

গতকিছুদিন আগে আমি আমার বন্ধূর একটা ল্যাপটপ পাইছি । কনফিগারেশন হলো - compacq armada M 700 -PIII 600mz; ram 192mb ; com; HD 20gb. এখন আমি এটায় লিনাক্স ইউজ করতে চাই কিন্তু যেহেতু পুরাতন মেশিন তাই পরামর্শ চাই কোন লিনাক্স ব্যবহার করলে ভাল ফলাফল পাবো. আমি Puppy চালাইছি ভালই আর এক্সবন্টু ইন্সটল হয় নাই।মানে বহুত সময় লাগাইছে তাই আর পরে ট্রায় করি নাই। অখন আপনাগো কাছে উপদেশ কোনটা কি করি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.