আমাদের কথা খুঁজে নিন

   

কেবলমাত্র সংলাপই হতে পারে সমাধানের একমাত্র পথ।

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com দীর্ঘদিনের ঝুলন্ত সমস্যার সমাধান হতে পারে একমাত্র গঠনমূলক সংলাপের মধ্যদিয়ে। আমার পর্যবেক্ষন অনুসারে সংলাপ ব্যতিত আপর কোন পথ এখন আর খোলা নেই। সংলাপ সফল করার জন্য আবশ্যক কিছু সুস্থ্য মস্তিস্কের মানুষের সক্রিয় অংশগ্রহন। একজন অসুস্থ্য মস্তিস্কের মানুষ পুরো সংলাপকে ভেস্তে দিতে পারে। সমস্যাকে আরো জটিল থেকে জটিলতর করে দিতে পারে।

সংলাপের জন্য সবাইকে হতে হবে সহনশীল এবং আগ্রহী। বর্তমানে যে ধরনের কার্যকলাপ পর্যবেক্ষন করছি, তা কেবল মাত্র দুরত্ব, অনিহা আর ঘৃনাই তৈরি করতে পারে, এটা কোন সমাধানের পথ নয়। কৌশল বলেন আর ষরযন্ত্রই বলেন এতে মানুষের ভোগান্তি বাড়ে, আর কষ্ট বাড়ে, জন্ম দেয় তীব্র ঘৃনা আর অনীহার। নিজেদের সংশোধন করুন, সব ধরনের মিথ্যা অপকৌশল আর ষরযন্ত্র বন্ধ করুন। আন্তরিকতার সাথে সংলাপে অংশ নিন, অবশ্যই সমাধানের পথ বেড়িয়ে আসবে।

আন্তরিকতার অভাব থাকলে বা অপকৌশল ও ষড়যন্ত্র বন্ধ না করলে সমস্যা আরো জটিল থেকে জটিলতর হতে বাধ্য, যা এতদিন হয়ে আসছে। সকল শুভাকাঙ্খিদের জন্য আমার এই পোষ্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.