আমাদের কথা খুঁজে নিন

   

বাপের উল্টো

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমার মা আমার বাবার যা যা সমালোচনা করতো, সেগুলোর প্রতি আমার একধরণের বিতৃষ্ণা তৈরী হয়েছিলো। ভাবতাম এসব আমি করবো না। তার মধ্যে অন্যতম, ছবি তোলা, এ্যালবামের পরে এ্যালবামে ঘর ভরে ফেলা। ফলে ফিল্মে তোলা ছবিগুলো রিলবন্দী হয়ে থাকতো এবং একসময় নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হতো। উল্লেখ্য এসবই আমার বাবার খুবই কমদামী একটা হালকা ক্যামেরায় তোলা এবং ফটোগ্রাফার বাবাই।

আজকে পুরানো এ্যালবাম দেখতে বসে মনে হলো মায়ের প্রভাবটা মন্দ ছিলো। যার ফলে স্কুলের শেষদিকের এবং কলেজ লাইফের কোনো উল্লেখযোগ্য ছবি এ্যালবামে নেই। বিষয়টা মাকে জানালাম। বললাম, তুমি ভুল কথা বলেছিলে। সে বললো, তোর বাপ যতটাকা ছবির পিছনে অপচয় করেছে তা দিয়ে সংসারে আমাদের আরেকটু স্বাচ্ছন্দ্য হয়তো থাকতো! মায়ের কথাও ফেলে দিতে পারলাম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।