আমাদের কথা খুঁজে নিন

   

জাতির বাপের আমল : বন্যা -২



চুয়াত্তরের বন্যা তখনও চলছে। মানুষ বন্যার্ত, জাতির পিতাও সমব্যাথী.....সত্যিই কি তাই? লন্ডন থেকে প্রকাশিত 'নিউ স্টেটসম্যান' ২৭ সেপ্টেম্বর ১৯৭৪ , লেখক 'জনাথন ডিম্বলবী' --- এমন একদিন ছিল , যখন শেখ মুজিব ঢাকার রাস্তায় বের হলে জনসাধারণ হাত তুলে 'জয় বাংলা' -বাংলাদেশের জয়ধ্বনিতে মেতে উঠত। আর আজ যখন স্বীয় বাসভবন থেকে তিনি অফিসের দিকে যান , তখন দুদিকে থাকে পুলিশের কড়া পাহারা। পথচারীরা সজ্ঞানে তার যাতায়াত উপেক্ষা করে। জাতির পিতাও আর গাড়ীর জানালা দিয়ে হাত আন্দোলিত করেন না - তার দৃষ্টি থাকে সামনের দিকে নিবদ্ধ।

বাংলাদেশ আজ বিপজ্জনকভাবে অরাজকতার মুখোমুখি। লাখ লাখ লোক ক্ষুধার্ত। হাজার হাজার মানুষ অনাহারে আছে। অনেকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। মফ:স্বল এলাকার স্থানীয় কর্মচারীরা ভয় পাচ্ছে যে, আগামী তিনটা মাস খুব দু:সময় যাবে।

ক্ষুধার্ত মানুষের ভীড়ে ঢাকায় দমবন্ধ হয়ে আসে। এখন আবার চলছে বন্যাউপদ্রুতদের ভীড়। গত তেত্রিশ মাসে ঢাকার জনসংখ্যা দাড়িয়েছে তিরিশ লাখে । নতুন যারা ভীড় করছে তারা এমন নোংরা বাড়ীতে থাকে - যার তুলনা দুনিয়ার কোথাও নেই । কোথাও যদি বিনামূল্যে চাল বিতরণ করা হয় , সেখানে শরনার্থীদের মধ্যে মারামারি লেগে যায়।

বুদ্ধিজীবীরা বলেন , এই ক্ষুধার্ত জনতা ক্ষেপে গেলে তাদের রক্ষা নেই। ....মুজিব সম্পর্কে বরাবরই সন্দেহ ছিল । নেতা হিসেবে থাকার আজো তার আকর্ষণ রয়েছে । তিনি আবেগপ্রবণ বক্তা। তার অহংকার আছে-সাহস আছে।

কিন্তু আজ দেশ যখন বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে , তখনও তিনি দিনের অর্ধেক ভাগ আওয়ামী লীগের চাইদের সাথে ঘরোয়া আলাপ করে কাটাচ্ছেন। যিনি বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ এবং বহু ছোটখাট বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন , তিনি আজ আত্মম্ভরিতার মধ্যে কয়েদি হয়ে চাটুকার ও পরগাছা পরিবেষ্টিত হয়ে আছেন। >>চলছে চলবে>>

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.