আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রম

জলের অহং

ভ্রম তারপর ? মেঘনায় নৌকো ভাসে। ভাসে শাদা শাড়ি , আচঁলে বাঁধা দূর্বা ঘাস ।ডানা ঝাপটায় পাখি। ছইের তলায় একটি শিশির , রাতভর পালাগান। নদীর সুখে পালতোলে ছোট ছোট বালিঘর। ঝিঁঝিঁর নম্র পায়ে নোনাজল। আর আবছা আলোয় নাকছাবিটাও টুপটাপ...! পড়শীবেড়ালের ঘুম কি ভেঙে যায় ? শীতেরসিন্দুকে জোছনার থৈ থৈ। দ্রাবিড়ের কাছাকাছি কোথাও নৌকো থেমে যায় । সাত হাজার বারোটি পেরেক বুকে নিয়ে চুম্বনরত দেবদারু গাছটি কখনো ফিরিয়ে দেয়নি নাকছাবিটা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।