আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে ‘সংকট উত্তরণের’ আশা ফখরুলের

চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা হওয়ার আগে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, “দেশবাসী বিশ্বাস করে, একটি অর্থবহ সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে।
“আমরা চাই, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। সব সমস্যার সমাধান হোক। ”
জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফর এবং সরকারের সংলাপের উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আপনারা জানেন আমি অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন।

আমি প্রত্যাশা করব, যে কোনো উদ্যোগ সফল হোক, ফলপ্রসূ হোক। ”
আরোগ্যলাভের জন্য দেশবাসীর দোয়া চান বিএনপির মুখপাত্র।
গত কয়েকদিনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী নির্বাচন নিয়ে তাদের মতানৈক্য দূর করতে এবং ‘দ্রুত’ সংলাপ শুরু করার তাগিদ দেন অস্কার ফার্নান্দেজ তারানকো।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংলাপ ‘দ্রত’ শুরু হলেই সমাধান বের করা সহজ হবে। ”
জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে চার দিনের সফরে শুক্রবার ঢাকা আসেন তারানকো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে বান কি মুনের একটি চিঠিও দুই নেত্রীকে দেন তিনি।
তারানকো বলেন, ‘‘ অর্থবহ ও গঠনমূলক রাজনৈতিক সংলাপের জরুরি প্রয়োজনের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ‘গুরুত্বপূর্ণ বার্তা’ তিনি সব পক্ষের কাছে পৌঁছে দিয়েছেন।
“আমাদের কাছে কোনো ফর্মুলা নেই। আমরা কোনো ফর্মুলা দিতেও আসিনি। বরং আমরা সমাধান বের করতে উৎসাহ দিচ্ছি।

সমাধান বাংলাদেশের মধ্য থেকেই আসতে হবে। ”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তা বয়কটের হুমকি রয়েছে বিএনপি।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য বিরোধী দলকে প্রস্তাব দিলেও বিএনপি বলছে, আগে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে হবে, তারপরই আলোচনা হতে পারে।
বেলা সাড়ে ১২টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন মির্জা ফখরুল।

তাকে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয় হুইল চেয়ারে করে। স্ত্রী রাহাত আরা বেগম তার সঙ্গে রয়েছেন।
মির্জা ফখরুল গলার ধমনীতে রক্ত চলাচলের জটিলতায় ভুগছেন। গত ৬ মে কারামুক্ত হওয়ার পর তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।


সিঙ্গাপুর যাওয়ার আগে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, যুব দলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদসহ নেতাকর্মীরা বিমানবন্দরে ভারপ্রাপ্ত মহাসচিবকে বিদায় জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।