আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে ‘আশা’ দেখছেন ব্যবসায়ীরা

এর মধ্য দিয়ে শিগগিরই শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।
শুক্রবার রাতে এফবিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে  দুই দফা বসার পর  প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শুক্রবার আবার বৈঠক করেন।
“তৃতীয়বারের মতো সংলাপ হওয়ায় দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ হতে এফবিসিসিআই সন্তোষ প্রকাশ করছে এবং নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।”
বিবৃতিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,  দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে সহিংস হরতাল,  অবরোধ ও আন্দোলনে দেশের সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।”
“দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি আজ দেউলিয়াত্বের মুখে। দেশের এমন বিপর্যস্ত অবস্থায় প্রধান দুটি দলের শীর্ষ নেতা পর্যায়ের বৈঠক জাতির ভেতর আশার সঞ্চয় করেছে।”
প্রধান নির্বাচন কমিশনার দুই দলের মধ্যে সমঝোতা হলে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি বিবেচনার যে আশ্বাস দিয়েছেন সে প্রসঙ্গটি তুলে ধরে এফবিসিসিআই বলছে, সমঝোতার সব পথ এখনো খোলা বলেই তাদের বিশ্বাস।
“ব্যবসায়ী সমাজসহ দেশের সর্বস্তরের জনগণ আশা করছে শীর্ষ  নেতাদের সংলাপ সফল হবে এবং দ্রুত তারা একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবেন।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।