আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানদের জন্য সম্পদ রেখে যাবেন না বিল গেটস

আমি সেই সব লোকদের পছন্দ করি, যারা চিন্তা করতে পারে,অপেক্ষা করতে পারে এবং বিরত থাকতে পারে।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এবং শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, হাজার কোটি ডলারের সম্পদ দিয়ে কোনো ধরনের সাম্রাজ্য প্রতিষ্ঠার আগ্রহ তাঁর নেই এবং সন্তানদেরও এই বিপুল পরিমাণ অর্থের উত্তরাধিকারী করে যেতে চান না। গেটসকে উদ্ধৃত করে যুক্তরাজ্যভিত্তিক দ্য সান পত্রিকা এ খবর জানিয়েছে। গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডার তিন সন্তান—জেনিফার (১৪), রনি (১১) ও ফোবি (৮)। বর্তমানে তিন হাজার ৪০০ কোটি ডলার সম্পদের মালিক গেটস।

এখন পর্যন্ত তাঁরা গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে জনকল্যাণে এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছেন। এই তহবিল ব্যবহার করে বিশ্বের দরিদ্র দেশগুলোর ২৫ কোটি শিশুকে বিভিন্ন রোগের প্রতিষেধক দেওয়া হয়েছে। বিল গেটসকে উদ্ধৃত করে সান জানায়, সন্তানদের এই অর্থকড়ি দিয়ে যাওয়াটা ঠিক হবে বলে তিনি মনে করেন না। সন্তান বা সমাজের জন্য এটা ভালো হবে না বলেই তাঁর ধারণা। পিটিআই অনলাইন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.