আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা কর মা তোমার নুঃপুংশক সন্তানদের।



মা, আমার অভাগী মা। ক্ষমা কর তোমার নুঃপুংশক সন্তানদের। দিনের পর দিন তোমার অপমান, অসন্মান আর লুন্ঠন শুধু চেয়ে চেয়ে দেখছি। বিদেশী হায়েনারা তোমাকে অপমান/লুন্ঠন করছে নাকি যথার্থ কাজ করছে তা নিয়ে আমরা শুধু কাজিয়াই করে যাচ্ছি। আজ পর্যন্ত তোমার সন্তানেরা একজোট হয়ে হায়েনাদেরকে বলতে পারল না, খামোশ, আমার মায়ের অপমান আর সহ্য করা হবে না।

মা, জন্ম থেকেই আমি তোমাকে স্বাধীন দেখছি। শুনেছি শত শত বছর তুমি নাকি পরাধীনতার শেকলে বন্দী ছিলে। তোমাকে শেকলমুক্ত করতে শত শত বছর ধরে তোমার সন্তানেরা নাকি বীরের মতো লড়াই করেছে। মোঘল, ইংরেজ, পাকিস্তান সকল বিদেশী শক্তি থেকে তোমাকে রক্ষা করতে তোমার সন্তানেরা নাকি হাসি মুখে জীবন বিলিয়ে দিয়েছে। ৭১ এর নয় মাসে তোমার ৩০ লক্ষ (কেউ বলে ৩ লক্ষ) সন্তান নিজের জীবন দিয়ে নাকি তোমাকে মুক্ত করেছে।

মা আমি যা শুনেছি তা কি সত্য? নাকি শুধু রূপকথার গল্প? যদি সত্য হয় তবে আজ কেন আমরা বিদেশীদের দালালী করছি? তারা কেউতো আমাদের বন্ধু নয়। ইংরেজরা তো মীরজাফর, মীরকাসেমদের কে শুধু ব্যবহার করেছে। তাদের বন্ধু হতে পারেনি। প্রয়োজন ফুরিয়ে যাবার পরই তাদেরকে আস্তাকুড়ে ছুড়ে মেরেছে। কিন্তু তোমার সর্বনাশ যা করার ঐ সকল কু সন্তানেরা করে ফেলেছে।

মা, তোমার কুসন্তানেরা এখনো তোমার সর্বনাশ করে যাচ্ছে। আর তোমার নুঃপুংশক সন্তানেরা শুধু চেয়ে চেয়ে দেখছে। দেখছে আর নিজেদের মধ্যে কাজিয়া করছি। হায়রে মুক্তিযোদ্ধার দেশ! শহীদদের রক্তের সাথে প্রতিনিয়ত শুধু বেঈমানী আর বেঈমানী। তোমার নুঃপুংশক সন্তানদের ক্ষমা কর মা।

[ আমরা আজ পাকিস্তানপন্থী/ভারতপন্থী/মার্কিনপন্থী/ইসলামপন্থী/ আস্তিক/নাস্তিক/বাঙ্গালী/বাংলাদেশী/বিএনপি/আওয়ামিলীগ/জামাত সহ নানা ধারায় বিভক্ত। কে কোন ভাগে রয়েছেন তা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। শুধু ছোট্ট একটি অনুরোধ, সবার আগে বাংলাদেশ পন্থী হন। আগে মা, মাটি ও দেশ তারপর অন্যকিছু। দেশের স্বার্থ বিপন্ন হলে নিজের সমর্থিত দল/মতের বাহিরে অবস্থান নিন এবং একজোট হয়ে প্রতিবাদ করুন।

দেখবেন বিদেশীদের অন্যায় আচরন আর মীরজাফরদের দালালী বন্ধ হয়ে যাবে। ] বিঃদ্রঃ- দয়া করে এই পোস্টে কেউ রাজনৈতিক মন্তব্য করবেন না। কোন দল কি করেছে সেই ইতিহাস আর টানাটানি করবেন না। অন্যায় সকলেই করেছে। শুধু রাজনৈতিক দল নয়, অন্যায় আমরাও করেছি এবং করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.