আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট কারের বিরুদ্ধে অবস্থান আন্দোলন--আপনি কি সাপোর্ট করেন?

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

পত্রিকায় দেখলাম ঢাকায় প্রাইভেট কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিছু সংখ্যক আনোদলনকারী। তাদের বক্তব্য তারা প্রাইভেট কারে নয়, বাসে চড়তে চায়। এটা ঠিক ঢাকা শহর থেকে সমস্ত প্রাইভেট কার উঠিয়ে দিলে জানযট থাকবে না মোটেও। কিন্তু এটাই কি সমাধান জানযট নিরসনের? মাথা ব্যথা করলে এর প্রতিকার মাথা কেটে ফেলে দেয়া যেমন নয় তেমনি আমি মনে করি প্রাইভেট কার বন্ধ করে দিয়ে যানজট নিরসনের চেষ্টা কোন প্রতিকার নয়।

তবে হ্যাঁ, প্রাইভেট কার এর বিরুদ্ধে আন্দোলন যদি করতেই হয় তাহলে সবার আগে মনে রাখতে হবে সেইসব পরিবারের কথা যে পরিবারে একাধিক প্রাইভেট কার রয়েছে। এটা তো অস্বীকার করার উপায় নেই যে, ঢাকা শহরে এমন একাধিক পরিবার আছে যেখানে সদস্যপিছু প্রাইভেট কার রয়েছে। যেমন কর্তার একটি, তার স্ত্রীর একটি, ছেলে মেয়েদের জন্যও আলাদা গাড়ি। আমাদের সমস্যাবহুল জীবনে চাকুরীজীবী, ব্যবসায়ী এসব শ্রেণীর কিছু কিছু লোকদের জন্য প্রাইভেট কার এর বিকল্প নেই। তাছাড়া মন্ত্রী-এমপিরা তো আছেনই।

তাই প্রাইভেট কার বন্ধ করার আন্দোলন একটি হাস্যকার আন্দোলন ছাড়া কিছুই নয়। এই আন্দোলনের প্রতি জন সমর্থন পাওয়া যাবে যদি এর শ্লোগানটা এরকম হয় যে, পরিবারপিছু একটির বেশী প্রাইভেট কার ব্যবহার করা যাবে না। পত্রিকায় খবরটি দেখে আমার যে উপলব্ধি হয়েছে তাই লিখলাম। দেখি এর সাথে কয়জন একমত পোষন করে আর কয়জন বিরোধীতা করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.