আমাদের কথা খুঁজে নিন

   

একদা---



একদা এক নৌকাডুবি হইল। নৌকায় ছিল চার যুবক এবং চার যুবতী। তাহারা এক দ্বীপে আশ্রয় লইল। কিছুদিন পর তাহারা পরস্পরের প্রতি অনুরক্ত হইয়া উঠিল এবং প্রত্যেকেই সুবিবেচনার পরিচয় দিয়া কেবল একজনকেই ভালবাসিল। কিন্তু জনি যে মেয়েকে ভালবাসিল সে জিকোকে পছন্দ করিত।

আলম যাহাকে ভালবাসিল সে বিল্লুকে মনে ঠাঁই দিল। যে তরুনকে রোজি ভালবাসিত সে মরিয়মের প্রতি আসক্ত হইয়া পরিল। কিন্তু যে রোজিকে ভালবাসিত, লরা তাহার প্রতি অনুরক্ত হইয়া পরিল। লরা জনি এবং জিকোকে মোটেও পছন্দ করিতনা। বিল্লু মরিয়মকে দেখিতে পারিতনা।

যে তরুন জুলিকে হৃদয় দিতে চায় জুলি তাহার প্রতি মোটেও করুনাসিক্ত নয়। বলিতে হইবে আলম কাহাকে ভালবাসিয়াছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।