আমাদের কথা খুঁজে নিন

   

সহজে অংক শেখানো - পর্ব ১

খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি

ধরেন আপনাকে দায়িত্ব দেয়া হল একজন এলিয়েনকে দিয়ে অংক করাতে হবে- যে শুধু যোগ বিয়োগ গুন ভাগ জাতীয় সহজ অংক করতে পারে আর তাছাড়া কোন কিছু মনে রাখতেও পারে না ঠিকমত- তবে তাকে বলতে পারবেন যে যদি এইটা হয় তবে এইটা কর- সে সেটা করতে পারবে- (যেমন বললেন আমের দাম ১০০ টাকা কেজি বা তার কম হলে ১০ কেজি আম কিনে আন- সেটা সে করতে পারবে-) এখন তাকে যত খুশি অংকের নিয়ম শেখাতে পারেন- তারপর তাকে শেখানো নিয়মের যে কোন অংক পারতে হবে- দেখা যাক আমরা তাকে সহজে অংক মেখাতে পারি কিনা- প্রথমে আমরা তাকে শেখাব কিভাবে দুই ধরনের সারিবদ্ধ কার্ড সে ব্যবহার করবে- Stack আর Memory আসলে পাশাপাশি সাজানো কার্ড (ঘর) যেখানে সে একটা করে সংখ্যা লিখতে পারবে- যেমন আপনি যদি বলেন Memory এর ৪ নং ঘরে ৩০০ লেখ তাহলে সে পেন্সিল দিয়ে সংখ্যাটা Memory এর চার নম্বর ঘরে লিখবে- আগে থেকে কিছু থাকলে সেটা মুছে ৩০০ লিখবে- কারণ একটা ঘরে/কার্ডে একটা সংখ্যা রাখা যাবে যে কোন সময় - এখন বললেন যে ৩ নং ঘরে ২০০ লেখ- তারপর বললেন ৪ নং ঘরে যা আছে তার সাথে ৩ নং ঘরে যা আছে তা যোগ করে ৫ নং ঘরে লেখ- তাহলে সে ৫ নং ঘরে ৫০০ লিখবে- তাহলে এলিয়েনকে দিয়ে প্রতিটা ঘরে লেখা যাবে- পরে সেটা পড়া যাবে- আর অংকের সহজ অপারেশনগুলো করানো যাবে- আর বললেন যে যদি ৫ নং ঘরের সংখ্যা ১০০০ এর কম হয় তাহলে ২ নং ঘরে ১ লেখ- তাহলে সে ২ নং ঘরে ১ লিখবে- এখন তাকে একবারে একটার বেশি কাজ করতে বলতে পারবেন না- একটা একটা করে বলতে হবে- ১. ৪ নং ঘরে ৩০০ লেখ ২. ৩ নং ঘরে ২০০ লেখ ৩. ৪ নং ঘরের মানের সাথে ৩ নং ঘরের মান যোগ করে ৫ নং ঘরে লেখ ৪. যদি ৫ নং ঘরের মান ১০০০ এর কম হয় তবে ২ নং এ ১ লেখ ৫. যদি ২ নং ঘরে ১ না থাকে তবে ১ নং থেকে আবার কাজ শুরু কর- Stack: Stack এর ক্ষেত্রে একটু অন্য রকম- এই ক্ষেত্রে প্রতি ঘরে একটা সংখ্যা থাকতে পারবে- কিন্তু শুধু ৩ ধরনের অপারেশন করা যাবে- এটা প্লেট Stack এর মতই- প্রথমে একটা প্লেট রাখা হল- পরে আরকটা রাখলে আগেরটার উপরে রাখতে হবে- অর্থাৎ নতুন একটা সংখা সব সময় উপরের দিকে রাখতে হবে- আবার পড়ার সময় উপর থেকে একটা সংখ্যা পড়া যাবে - একটা সংখ্যা উপর থেকে সরিয়ে নেয়া যাবে- তাহলে তার নিচের সংখাটা দেখা যাবে- এই কয়টা ব্যাপার যদি এলিয়েনকে বোঝানো যায়- তাহলে আমরা তাকে দিয়ে যেকোন অংক- সেটা যত কঠিন বা সহজ হোক করাতে পারব-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.