আমাদের কথা খুঁজে নিন

   

নেপাল ভ্রমন - (২য়পর্ব)

সবার আগে দেশপ্রেম

অবশেষে ট্রেনে লালমনিরহাট গিয়ে বাসে করে পাটগ্রাম পৌছলাম। ইন্ডিয়ার বডারের খুব কাছাকাছি এসে খুব ক্লান্ত হয়ে পড়লাম। তাই বিশ্রামের জন্য ডাকবাংলোতে সিট ভাড়া করে ২ দিন বিশ্রাম নিয়ে আবার রওয়ানা হলোম ইন্ডিয়ার দিকে। এসময়ে এখানে কয়েকজন বন্ধু জুটে গেলে তারা আমাকে সব দেখিয়ে কোথায় কিভাবে কি করতে হবে। দিনের বেলা ঘুরে ঘুরে চিনে নিলাম বাংলাদেশের কাস্টম্স ইমিগ্রেশন এবং ইন্ডিয়ার কাস্টমস্ ইমিগ্রেশন ব্যাংক সব কিছু।

ঘুরে বেড়ালাম তিন বিঘা কড়িডোর সহ পাটগ্রামের বিভিন্ন এলাকা। ২দিন পর স্থানীয় নতুন বন্ধুদের সাথে নিয়ে বুড়িমাড়ি গিয়ে বন্ধুদের কাছ থেকে আবেগাপ্লুত হয়ে বিদায় নিলাম। বিদাদের সময় ওরা বলল, আর হয়ত আমাদের দেখা হবেনা। তুমি হয়তো নেপাল গিয়ে আমাদের কথা একদমই ভুলে যাবা। কিন্তু দেশে এসে বা যেখানেই থাকো একবার যদি আমাদের কথা মনে করে আবার দেখা করো বা ফোনে যোগাযোগ করো আমরা অনেক খুশি হবো।

পার্লে যাবার সময় পাট গ্রামে একবার দেখা করে যেও। আমি বিদায় নিয়ে কাস্টম্স ইমিগ্রেশনের কাজে ব্যস্ত হয়ে গেলাম। ইমিগ্রেশন ফর্ম পুরণ করে অফিসে জমা দেয়ার সময় ওরা আমার কাছে ৫০ টাকা করে ১০০ টাকা চাইলো। আমি বললাম, আমি স্টুডেন্ট টাকা দেয়া আমার পক্ষে সম্ভব নয় এবং কোন প্রকার রশিদ ছাড়া টাকা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। আমাকে একজন কর্মকর্তাকে দেখিয়ে বলল উনার সাথে কথা বলেন, তাকে গিয়ে বললাম, আমি স্টুডেন্ট আমার পক্ষে রশিদ ছাড়া কোন টাকা দেয়া সম্ভব নয়।

আমাকে বাড়ী কোথায় সহ নানান কথা জিজ্ঞেস করলেন। অবশেষে টাকা ছাড়াই আমাকে যাওয়ার অনুমতি দিল। আমি আমার লাগেজ টানতে টানতে হাটতে হাটতে বাংলাদেশকে বিদায় জানিয়ে ইন্ডিয়া চলে গেলোম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।