আমাদের কথা খুঁজে নিন

   

সিঙ্গাপুরে চালকবিহীন গণপরিবহন

গাড়িটির নাম দেওয়া হয়েছে নাভিয়া। নির্মাতারা জানিয়েছেন, এ রকম একটি গাড়িতে টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যাতে বিভিন্ন রুট প্রদর্শিত হবে। যাত্রীরা গাড়িতে ওঠার পর টাচস্ক্রিনের সাহায্যে গন্তব্যস্থল নির্ধারণ করতে পারবেন। গাড়িটি জনবহুল রাস্তায় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে চলবে।
গাড়িটি স্টেরিওস্কোপিক অপটিকাল ক্যামেরার সঙ্গে চারটি ‘লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং ইউনিট’ ব্যবহার করে চারপাশের একটি ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করবে। এভাবেই গাড়িটি সামনের প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম হবে এবং নিজস্ব লেনে থাকবে। সব রুট অতিক্রম করার পর গাড়িটি আবার স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে ফেরত আসবে।
নির্মাতারা জানিয়েছেন, গাড়িটি চলাচলের জন্য কোনো আলাদা রাস্তা বা লাইনের প্রয়োজন পড়বে না। এটি সাধারণ রাস্তাতেই চলাচল করতে পারবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।