আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হৃদপিণ্ড-ভক্ষণের ভিডিও, নিন্দার ঝড়

একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ)। ওদিকে, হৃদপিণ্ড ভক্সণকারীকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট। এইচআরডব্লিউ হৃদপিণ্ড খাওয়া ওই বিদ্রোহীর নাম আবু শক্কর বলে চিহ্নিত করেছে। শক্কর হোমস শহরের সুপরিচিত এক বিদ্রোহী যোদ্ধা দলের নেতা। দলটির নাম ইনডিপেনডেন্ট ওমর আল ফারুক ব্রিগেড।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ভিডিওটি’র সত্যাসত্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। কিন্তু ভিডিও’র দৃশ দেখে মনে হয়েছে শক্কর ওই সেনার হৃদপিন্ড কেটে বের করছে। আর সেনাটির মৃতদেহের ওপর দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উদ্দেশ্যে বলছে, “বাশারের সেনারা- কুত্তারা, আল্লাহর কসম আমরা তোমাদের হৃদপিণ্ড খাব, জীবন খেয়ে ফেলব”। এ ঘটনার নিন্দা জানিয়ে এইচআরডব্লিউ’র কর্মকর্তা পিটার বউকার্ট রয়টার্সকে বলেন, শত্রুর মৃতদেহ কাটাছেঁড়া করা যুদ্ধপরাধ। আর যারাই যুদ্ধাপরাধ করবে তাদেরই জানা থাকা উচিত যে, তারা কোনোরকম ছাড় পাবে না।

তাদেরকে এর জবাবদিহি করতে হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.