আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ অর্কিড

লিনাক্স, উইনডোস, কবিতা

মাঝরাতে ঘুম ভেঙ্গে উঠে বসি বিছানায় জানলার ফাঁক দিয়ে চেয়ে দেখি জোছনায় নীল অর্কিডগুলো আজো টবে ঝুলছে - চুপি চুপি মনে মনে তোর কথা বলছে কান পেতে শুনে দেখি - হৃদয়টা গলছে - অর্কিডগুলো তবু তোর কথা বলছে । মনে মনে ভাবি শুধু - "অদ্ভুত পৃথিবী, এত কাছে আনাগোনা, তবু নেইকো দাবী" সময়ের কাঁটা ধরে জীবনটা চলছে! মাঝরাতে পৃথিবীটা ঘুম-ঘুম টলছে চোখ বুঁজে-চেয়ে-দেখি হৃদয়টা জ্বলছে - অর্কিডগুলো তবু তোর কথা বলছে । প্রতিদিন সকালে বাইরেতে বেরুলেই রাস্তাটা পেরোলেই - চোখ দু'টো ফেরালেই তোর বাড়ি, লাল গাড়ী সামনেতে ছুটছে চুপ করে শুনি - "হৃদয়েতে কবিতারা ফুটছে" আকাশটা তক্ষুনি নিচে নেমে বলল - "অর্কিডগুলো এক্ষুনি তাঁর কথা বলল" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।