আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ ইচ্ছা

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । নতুন সকালের সাথে দিনের বিচ্ছুরণ তার মাঝে ঘুমিয়ে একটি স্বপ্ন আজ খুব ইচ্ছে কথা বলছে সকালের রোদ টুকু নিয়ে গোধূলির লাল রঙ টুকু নিয়ে ঘুম না আসা চোখের ঘুম টুকু নিয়ে উড়ে যাও দূরে সব কিছু ছেড়ে। কেন এতো মায়াজাল সমাপ্তি কর বিরহের সমাপ্তি কর অভাবের সমাপ্তি কর ঝিরঝির বর্ষার সমাপ্তি কর রৌদ্র ছায়ায় মায়ার খেলার। বহুটা পথ পেরিয়ে এসে জীবনের কাব্য কবিতার ছন্দ নদীর কলতান পাহাড়ের অবস্থান দেবদারুনের ছায়া হারানো গান হারানো সুর কপট অভিমান না পাওয়া মায়া সব যেন ক্ষত হৃদয়ে শৃঙ্খল। উড়ে যাও দূরে সব কিছু ছেড়ে ভাঙ্গা ভাঙ্গা মেঘে সাদা কাগজের কল্পনায় আর কারো শব্দ চাই না প্রতিটি শব্দ এখন যেন স্তব্দ প্রহর কারো কাছে আর চাওয়া নেই বুকের জমিনে অঙ্কুরিত বৃক্ষের মতো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা এ বড় ভুল আমার আগ্নেয়গিরির দাবানল হয় বিস্ফোরিত হয় সময় থেকে সময় রাতকে করে ভারাক্রান্ত তাই সরে যাও দূরে বুকের জমিন থেকে দূরে বহু দূরে শুধু পড়ে থাক, বিষণ্ণ ইচ্ছা আমার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।