আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : মিশু সাব্বির

গভীর কিছু শেখার আছে ....

দেশটিভিতে ঈদে প্রচারিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক 'এই সময়ে সেইসব মানুষেরা'। নাটকটিতে অভিনয় করেছিলেন অভিনেতা মিশু সাব্বির। কথা হলো তার সঙ্গে বর্তমান কাজগুলো সম্পর্কে- 'এই সময়ে সেইসব মানুষেরা' ধারাবাহিকটিতে আপনার চরিত্রটি সম্পর্কে বলুন। 'এই সময়ে সেইসব মানুষেরা' ধারাবাহিকে আমার চরিত্রের নাম বাদল। নাটকে আমি হিমুর খালাত ভাইয়ের চরিত্রে অভিনয় করছি।

এছাড়া এবারের ঈদে আপনার অভিনীত কি কি নাটক প্রচার হয়েছে? এছাড়া এবারের ঈদে আমার অভিনীত যেসব নাটক ও টেলিফিল্ম প্রচারিত হয়েছ সেগুলো হলো আরটিভিতে ঈদের দিন টেলিফিল্ম 'পল্টিবাজ' ও ঈদের ২য় দিন টেলিফিল্ম 'সাইফুল আর্টিস্ট', দিগন্ত টেলিভিশনে ঈদের ৪র্থ দিন নাটক 'স্পেশাল গেস্ট' ও বাংলাভিশনে টেলিফিল্ম 'ভূত গাড়ি' এবং বাংলাভিশনে ঈদের ৫ম দিন নাটক 'এবং হুমাইয়রা বেগম'। বর্তমানে আপনার অভিনীত কি কি ধারাবাহিক নাটক চলছে? বর্তমানে আমার অভিনীত ৭টি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এগুলো হলো বাংলাভিশনে 'ফিটটি-ফিটটি', এনটিভিতে 'গ্র্যাজুয়েট', এটিএন বাংলায় 'আমাদের সংসার', চ্যানেল আইতে 'চন্দ্রবিন্দু' ও 'চৈতাপাগল', আরটিভিতে 'পড়শিবাড়ি' ও 'শিয়াল পন্ডিত'। নতুন কি কি কাজ করলেন? নতুন কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। এগুলোর মধ্যে রয়েছে রায়হান খানের পরিচালনায় 'থার্টি ফাস্ট মে', সকাল আহমেদের পরিচালনায় 'চৌমহল' ও 'বাবুর্চী', মাসুদ সেজানের পরিচালনায় 'পুতুলখেলা' ও রেদওয়ান রনির পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ধারাবাহিক নাটক।

এছাড়া শীঘ্রই ঈদ-উল-আযহার কয়েকটি নাটকের শূটিং শুরু করব। চলচ্চিত্রে কাজের খবর কি? শীঘ্রই ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় তাঁর প্রথম চলচ্চিত্র 'টু বি কন্টিনিউ'-এর কাজ শুরু হবে। এটি আমারও প্রথম চলচ্চিত্র। তাই প্রথম ছবিতে অভিনয়ের জন্য উৎসুক হয়ে আছি। ভবিষ্যত পরিকল্পনা কি? নির্দিষ্ট কোন ঘরানার মধ্যে আবদ্ধ না থেকে সবার সঙ্গে কাজ করতে চাই।

দৈনিক জনকন্ঠে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।