আমাদের কথা খুঁজে নিন

   

সত্য মিথ্যা জানিনা, তবে ভূত ধরা পড়ল ক্যামেরায়!



ইংল্যান্ডের ক্যামব্রিয়ান এলাকার পেনরিথ শহরের 'দ্য উলফ পাব'-এর মালিক অ্যানড্রু বেইটম্যান পাবের ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরায় (সিসিটিভি) তোলা ভিডিও ফুটেজ দেখছিলেন। আচমকাই একটা শীতল অনুভূতি তাঁর শিরদাঁড়া বেয়ে নিচের দিকে নেমে যায়। কারণ, সিসিটিভির পর্দায় তিনি ভূত দেখতে পান। অন্তত বেইটম্যান বিশ্বাস করেন, তিনি ভূত দেখেছেন। ভুতুড়ে অপচ্ছায়ার ওই ছবি যে পাবটি থেকে তোলা হয়েছে সেই ভবনটিতে একসময় অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে শব সাজানোর কাজ করা হতো।

বেইটম্যানের ঘটনার এক সপ্তাহ পরেই তাঁর পাশের ঘরের ক্যামেরায়ও ভুতুড়ে ঘটনার ছবি ধরা পড়ে। বেইটম্যানের সিসিটিভিতে ভূতের উপস্থিতির ওই সিকোয়েন্সটির দৈর্ঘ্য ৩৫ সেকেন্ড। চিত্রটি ধারণ করা হয় মধ্যরাতে। তাতে দেখা যায়, ঘরের সিলিং থেকে একটি উজ্জ্বল আলোর গোলক নেমে আসে মেঝেতে। আলোর চারদিকের রেখায় অবিরাম কম্পন।

ঘরের ভেতরে সেটি ঘোরাঘুরি করতে থাকে। একসময় মনে হয়, সেটি হাত বাড়িয়ে দিয়ে একটা টেবিলের কাছে চলে যায় এবং টেবিলটিকে ঘষেমেজে পরিষ্কার করতে থাকে। সিলিং থেকে নেমে এসে আবার সিলিং দিয়েই চলে যায় আলোর বলটি। বেইটের মতে, শেষ মুহূর্তে যেন সেটা একঝলকের জন্য একটি মুখের আকারও নিয়েছিল। নিজের ক্যামেরায় এই দৃশ্য দেখার পর বেইটম্যান পাশের ঘরে 'টমাস কুক ট্রাভেল এজেন্ট' অফিসের লোকজনকে ঘটনাটি জানান।

এর এক সপ্তাহ পর ওই ট্রাভেল এজেন্টের তোলা ছবিতেও ভুতুড়ে ঘটনা ধরা পড়ে। তাতে দেখা যায়, একটি কম্পিউটার মাউস কারো উপস্থিতি ছাড়াই ডেস্কের ওপর ঘোরাঘুরি করছে। একটু পরেই মনিটরটি উজ্জ্বল হতে শুরু করে আর আলোয় ভরে যায় পুরো ঘর। তারও পরে দোকানের সামনের জানালার ওপর থেকে একটি বিরাট সাইনবোর্ড খসে পড়ে। ট্রাভেল এজেন্ট অফিসের লোকজন জানায়, ভবনটিতে একসময় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শব সাজানোর কাজ হতো।

১৭ বছর ধরে পাবটি চালাচ্ছেন বেইটম্যান। তিনি জানান, গত ১ সেপ্টেম্বর ওই ফুটেজ দেখার সময় সঙ্গে এক বন্ধু ছিলেন। মধ্যরাতের ১৮ মিনিট পর ফুটেজ ধারণের সময় পাবটি ছিল অন্ধকার। ওই দিনই তাঁর কুকুরটিও পাবে ঢুকে ভয় পেয়ে যায়। বেইটম্যান বলেন, 'আমি ভূতে বিশ্বাস করি না।

তবে এই ঘটনা সত্যিই আমাকে এখন ভূতে বিশ্বাস আনতে বাধ্য করছে। ঘরের সিলিং ভেদ করে আলোটি চলে যাওয়ার শেষ মুহূর্তে মনে হয়, একটি মুখও আমি দেখতে পেয়েছিলাম। ' সূত্র : ডেইলিমেইল। খবরটা পেলাম গতকালকের কালের কন্ঠে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.