আমাদের কথা খুঁজে নিন

   

আমার অসুখ হয়েছে....(পুনরায়)

এখনো জেনে চলেছি

ঘর পোড়া মানব আমি; সামান্য মেঘও যেন বিভীষিকাময়, অন্তিম আশায় দু'হাত বাড়িয়ে সুর্যটাকে তাই নিজের নাগালে রাখতে চাই অদম্য আকাংখায়। কিন্তু অক্ষমতা যেখানে নান্দনিক এক দিগ্বিজয়ী বীর, ইচ্ছার প্রাবল্য সেখানে যেন আত্নঘাতী উপহাস। সাধ্য সীমিত জানি তবু,সহ্যের এক দীর্ঘ ক্লান্তিকর পথ পেরিয়ে সেঁপেছি নিজেকে আজ অবিরাম অনলে। সক্ষমতার সবটুকু উজাড় হবার পরেও জ্বলছি আমি অহর্নিশ..."চিতায় নয়,চিন্তায়"। "অসুখ" মানেই "রোগ" নয়, এ হল "সুখের অভাব",আমার অসুখ হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।