আমাদের কথা খুঁজে নিন

   

সুখের অসুখ

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া । ।
বাগানবিলাসের সৌখিনতার মাঝে যে অপূর্ণতা লুকিয়ে, খাঁচার সুখ তারই অনুরণ। বনদেবতার আশীর্বাদপুষ্ট তরু-রাশী যেখানে তারে ছাড়িয়ে গেছে তাচ্ছিল্লে। সুখের আশায় যে গৃহে রুপ সাজিয়েছে, তার দয়ায় তুষ্টির নির্বাষন।

চেয়ে দেখে, বুনোমঞ্জরীর কালো মায়ায় অনধীনতার জয়গান সবুজ ফুলে। জরিয়ে রাখা ব্যাকুল ব্যালকনির ছায়া, জর্জরিত সময়ের কশাঘাতে। অচিরকালে হারাবে যে আজন্ম আশ্রয় পল্লব মুঁদিয়া দু-দন্ড যদি ঠায় মেলে অবনীর কোলে। **ছোটবেলার সব স্মৃতি মলিন হয়ে আসছে ভেবেই মন খারাপ হয়। আমার শৈশব কেটেছে যে বাড়িতে ঠিক তার সামনে অদ্ভূৎ সুন্দর একটি তে-তলা সাদা বাড়ি ছিল, যার একপাশ পুরোটা জুরে আলো জালিয়ে রাখতো একরাশ গোলাপী বাগানবিলাস।

সেদিন দেখলাম বাড়িটা ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে...
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।