আমাদের কথা খুঁজে নিন

   

দুপুরে

মশিউর রহমান

বাঁকা পথ সবুজ ক্ষেতের বুক চিড়ে আঁকা বাঁকা গেছে চলে বনজ ফলজ বৃক্ষের সাড়ি দু ধারে। কান্দে পরান ধুধু একা সুনসান দ্বারিয়ে বট বৃক্ষতলে শুনি পাখিদের ইষ্টমিষ্ট গুন-গান। ষোড়শী ধান গাছের পাতারা নাচে তালে তালে বাতাশে বৃস্তিত সবুজ ক্ষেতে আত্নহারা। ফিচকা করে ফাচুৎ ফুচৎ ক্ষেতের ধারে আয়েসে কৃষকের তামাকে টান সুরুৎ। ক্ষুধার্ত হাঁসগুলি ডুব সাঁতারে ভাঁসে পদ্ম ফুলের মাথা দোলে সাদা সাদা বক দ্বারিয়ে জলের পাশে। নীল আকাশে মেঘেদের চঞ্চল মিছিল দৃষ্টি সাদা সাদা কাশফুলে রোদ হাসে দীঘির জলে ঢেউ ঝিলমিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।