আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের সাথে বোঝাপড়া (স্ব-রচিত কবিতা)

আমি জীবনের রঙ খুঁজে বেড়াই...

আমি লিখে যাবো জীবনের আদ্যোপান্ত খুঁজে যাবো জীবনের সমস্ত রঙ। আমাকে নিয়ে অনেক খেলেছে জীবন এবার রুখে দাড়াবো, খেলবো জীবন নিয়ে। আর ভাববো- আজ থেকে জীবন অবজেক্ট, আমিই সাবজেক্ট... জীবনের ইতিহাস এবার পাল্টে দেবো জীবন দর্পে চষে বেড়াবো পৃথিবীর এমাথা-ওমাথা। জীবনের কলজেটা নিংড়ে, দলিত-মথিত করে ছিনিয়ে আনবো জীবনের সমস্ত সুখ। আর ভাববো- আজ থেকে জীবন অবজেক্ট, আমিই সাবজেক্ট... জীবনের এঁকে দেয়া দেয়ালগুলোকে আমি চূর্ণ-বিচূর্ণ করবো মষ্তিস্কের ইঙ্গিতে কলমের খোঁচায়। ঝরা পালকের দিকে চেয়ে কাঁদবোনা আর শিশির ঝরার শব্দে সুর তুলবো উজ্জ্বল আগামীর। আর ভাববো- আজ থেকে জীবন অবজেক্ট, আমিই সাবজেক্ট...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.