আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভালো কাজের জন্য দরকার কেবল একটা মহৎ হৃদয়ের। এই মুহূর্তে এটা আপনার আছে।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

যে কোন ভালো কাজ মানুষের মহৎ হৃদয়ের পরিচয় বহন করে। আর এই ভালো কাজটি করার জন্য দরকার একটি সুন্দর ও মহৎ মনের। মুসলমানদের জন্য রমজানের রোজার শেষে ঈদ হচ্ছে আমাদের মনের সব সংকীর্ণতা ও মলিনতা দূর করে মনকে পবিত্র ও উদার করার বড় হাতিয়ার। এই মাত্র ঈদের নামাজ শেষ হলো।

এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই এর সাথে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করছে। এই মুহূর্তে আমাদের সবার মনটা আকাশের মতো নির্মল ও পবিত্র। এটাই উপযুক্ত সময় প্রতীজ্ঞা করার যে আমরা কেউ কখনও কোন খারাপ কাজ করব না। আমরা আমাদের সাধ্যমতো প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব। এই প্রতীজ্ঞাটা যদি আমরা রাখতে পারি তাহলে সমাজ থেকে অনেক অনাচার-অবিচার দূর হয়ে যাবে।

অনাবিল শান্তি বিরাজ করবে এই সমাজে। ঈদ হোক সেই শান্তির পথ প্রদর্শক। ঈদ মোবারক সবাইকে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে সবার ঈদ আনন্দমুখর হয়ে উঠুক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.