আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্ক, ডেসটিনি কাদের সৃষ্টি?

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই... একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

রবিবার প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেন, "এই হলমার্কের সৃষ্টি হাওয়া ভবনে। অথচ অনেকের আচরণ দেখে মনে হচ্ছে, চোর ধরে আমরাই এখন চোর হয়ে গেছি। " গতকাল সোমবার আওয়ামী লীগের প্রচার সম্পাদক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "হলমার্ক, ডেসটিনি হাওয়া ভবনের সৃষ্টি। " প্রথমে দেখা যাক, হলমার্ক কাদের সৃষ্টি। এটা ঠিক যে, হলমার্ক কোম্পানিটির যাত্রা শুরু ১৯৯৪ সালে - খালেদা জিয়ার প্রথম প্রধানমন্ত্রিত্বের আমলে।

কিন্তু যে কোনো দেশে ওরকম শত শত কোম্পানি নিবন্ধিত হতে পারে, আর ওই সময় "হাওয়া ভবন" বলে কিছু ছিলও না! হলমার্কের বিতর্কিত কার্যক্রম শুরু হয় মহাজোট সরকারের আমলে - প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার সাথে হলমার্কের এমডি তানভীরের ঘনিষ্ঠতার সুবাদে। হলমার্ককে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ দেয়া হয় ২০১০-২০১২ সালে। এর মধ্যে পোশাক শিল্পে 'বিশেষ অবদানের জন্য' ২০১১ সালের ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেন তানভীর মাহমুদ: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী হলমার্ক গ্রুপের তানভীর ও জেসমিনকে সোনার মেডেল দিয়ে বরণ করেছিলেন: আর ডেসটিনি? বাংলাদেশে প্রতারণামূলক এমএলএম ব্যবসা শুরুই হয় শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বের আমলে ১৯৯৯ সালে। ডেসটিনির এমডি রফিকুল আমীনই সেটা গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক (জিজিএন) নামে সেটা শুরু করেছিলেন। ডেসটিনির যাত্রাও সেই আমলের ২০০১ সালের ৫ জানুয়ারি।

তাহলে ওই সময় "হাওয়া ভবন"টা এলো কোথা থেকে? পুনশ্চ: ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ তো একজন বিশিষ্ট চেতনাব্যবসায়ী - সেক্টর কমান্ডার্স ফোরামে ছিলেন। পরে পাবলিকের টাকা মারার ধান্দার চেয়ে চেতনাব্যবসাকে অলাভজনক মনে হওয়ায় সেক্টর কমান্ডার্স ফোরাম ছেড়ে দেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.