আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্ক কেলেংকারী ও দূর্নীতি চক্র

অনেক কিছুই উঁকি দেয় মনের কোনে। কখনও লেখা হয়না। সাধ আর সাধ্য বুঝি এক হবার নয়। শুধুই সাধের জোরে ব্লগে আসা। বাংলাদেশ তলবিহীন ঝুড়ি।

সূচনালগ্ন থেকেই এদেশের অবস্থার কোন উন্নতি হচ্ছেনা। কারণ কি? সহজ কারণ দূর্নীতি। ভয়াবহ দূর্নীতি নিত্য গ্রাস করে চলেছে ভাগ্যাহত ১৬ কোটি মানুষের এ দেশটিকে। আর এ দূর্নীতির সাথে জড়িত কারা? দূর্নীতিবাজ রাঘববোয়াল ব্যাবসায়ী, প্রজাতন্ত্রের ক্ষমতাধর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তিবর্গ। সম্প্রতি হলমার্ক গ্রুপ নামের একটি সংস্থা সোনালী ব্যাংকের রূপসীবাংলা শাখা থেকে অনিয়ম করে দুই হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা তুলে নিয়েছে।

সরকারের উচ্চ পর্যায়ের যোগসাজস ছাড়া কি সম্ভব ছিল এটি? বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই বড় ধরনের অনিয়মটি খুঁজে পায়। পরে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুপারিশও করে তারা। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য সুপারিশ করার কর্তৃত্ব বাংলাদেশ ব্যাংকের নেই। কিন্তু প্রশ্ন হলো, এখতিয়ার থাকুক বা নাই থাকুক, পর্ষদটি পরিবর্তন করা দরকার কিনা সেটাই বিবেচ্য হওয়া দরকার নয়কি? এ জাতীয় কথা মানুষের দৃষ্টি বা মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা বলেইতো সাধারণ মানুষ মনে করবে। গরীব দেশের কষ্টের টাকা এভাবে লুটপাট অবিলম্বে বন্ধ করার ব্যাবস্থা গ্রহন করা না গেলে দূর্নীতির এ চক্রকে ভাঙ্গা যাবেনা।

গরীব হতে থাকবে গরীবতর। আর কিছু পূতিগন্ধময় মানুষ সবার টাকা লুটেপুটে ভোগবিলাসে মত্ত থাকবে। আর স্বার্থক হয়ে উঠবে বাংলাদেশের জন্য অতি অপমানসূচক সেই বিশেষন, "বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ীর দেশ"! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.